ক্যাম্পে ডাক পেতে পিসিবির কাছে ওয়াহাবের অনুরোধ
বর্তমানে সরকারি দায়িত্ব পালন করছেন ওয়াহাব।

ক্যাম্পে ডাক পেতে পিসিবির কাছে ওয়াহাবের অনুরোধ
রাইসান কবিরক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2023-06-06T22:22:39+06:00
আপডেট হয়েছে - 2023-06-06T22:22:39+06:00
আন্তর্জাতিক ক্রিকেটে খেলেন না প্রায় ৩ বছর হতে চলল। বর্তমানে আছেন পাঞ্জাব সরকারের মুখ্যমন্ত্রী ক্রীড়া উপদেষ্টার পদে। বলা হচ্ছিল পাকিস্তানের পেসার ওয়াহাব রিয়াজের কথা।
লম্বা সময় জাতীয় দলে খেলেছেন ওয়াহাব রিয়াজ। ছবিঃ গেটি ইমেজস
পাকিস্তানের হয়ে সর্বশেষ ২০২০ সালের ডিসেম্বরে মাঠে নেমেছিলেন ওয়াহাব। পিএসএলে নিয়মিত খেললেও জাতীয় দলের হয়ে আর মাঠে নামতে দেখা যাচ্ছে না এই পেসারকে। সামনে পাকিস্তানের ব্যস্ত সূচি। আছে এশিয়া কাপ, বিশ্বকাপের মত গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট। সেজন্য দলের ক্রিকেটারদের প্রস্তুত রাখার জন্য সবাইকে নিয়ে বিশেষ ক্যাম্প চালু করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ক্যাম্পে ডাকা হয়েছে ‘এ’ দল, অনূর্ধ্ব-১৯ দল এবং জাতীয় দলের নির্বাচিত ক্রিকেটাররা, ডাক পাননি ওয়াহাব রিয়াজ।
তবে ডাক না পেলেও মাঠে নামার জন্য প্রস্তুত আছেন ওয়াহাব। সরকারি দায়িত্ব পালন করলেও পাকিস্তানের হয়ে এখনও খেলতে চান বলে জানিয়েছেন তিনি। পিসিবির কাছে অনুরোধ করেছেন তাকে যেন ক্যাম্পে ডাকা হয়।
সম্প্রতি একটি সংবাদ সম্মেলনে ওয়াহাব বলেন, ‘সামনের দিনগুলোতে কী করব, সেদিকে মনোযোগ আমার। ছন্দে ফেরার জন্য নিয়মিত অনুশীলন চালিয়ে যাচ্ছি, বোলিং করছি। আমি পিসিবিকে অনুরোধ করব, তারা যেন আমাকে অনুশীলন ক্যাম্পে ডাকে। এটা আমাকে ভালোভাবে বোলিং অনুশীলন করতে সাহায্য করবে। ক্যাম্পে আধা ঘণ্টা বোলিংয়ের সুযোগ পেলেও আমার জন্য অনেক উপকার হবে।’
পিসিবির বিশেষ ক্যাম্পে স্পিনার, ফাস্ট বোলার ও ব্যাটসম্যানদের নিয়ে আলাদাভাবে কাজ করা হবে। স্পিনারদের জন্য ১০ থেকে ১৫ জুন এবং পেসারদের জন্য ১৬ থেকে ২১ জুন ক্যাম্প চলবে। ক্যাম্পে ১৩ জন স্পিনার এবং ১১ জন পেসারকে ডাকা হয়েছে। ক্যাম্পের মূল উদ্দেশ্য ক্রিকেটারদের সামনের দিনের জন্য প্রস্তুত করা। ওয়াহাব নিজেও চান প্রস্তুত হতে। খেলতে চান বিশ্বকাপেও।
২০২০ সালে সর্বশেষ পাকিস্তানের জার্সিতে খেলেছিলেন ওয়াহাব। ছবিঃ গেটি ইমেজস
ওয়াহাবের মতে, ‘বিশ্বকাপের দলে সিনিয়র খেলোয়াড় দরকার। এটা টি-টোয়েন্টি বিশ্বকাপ নয় যে সহজেই চার ওভার করে ফেলা যাবে। আমাদের নির্বাচকদের এখনই সঠিক দল নির্বাচনে কাজ শুরু করা উচিত। সিনিয়রদের সঙ্গে জুনিয়রদের যুক্ত করে একটি ভালো কম্বিনেশনের দল গঠন করা দরকার।’
আগামী জুলাইয়ে শ্রীলঙ্কায় দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান। ক্যাম্পের পারফরম্যান্সের উপর ভিত্তি করেই গঠন করা হবে সেই সিরিজের দল।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।