গরম সামাল দিতে বিসিবির ওয়ার্কশপ
ক্লাব ক্রিকেটের ফিজিও, ট্রেনার, কোচদের নিয়ে ওয়ার্কশপের আয়োজন করেছে বিসিবি।

গরম সামাল দিতে বিসিবির ওয়ার্কশপ
রাইসান কবিরক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2024-04-24T19:30:24+06:00
আপডেট হয়েছে - 2024-04-24T19:30:24+06:00
দেশজুড়ে চলছে তীব্র তাপদাহ। গরমে অতিষ্ঠ হয়ে পড়েছেন সকলে। প্রচণ্ড গরমে নানা রকম রোগে আক্রান্ত হচ্ছেন কর্মব্যস্ত মানুষেরা। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
ওয়ার্কশপে অংশ নেন ক্লাব ক্রিকেটের ফিজিও, ট্রেনাররা।
খেলাধুলা এমনিতেই শারীরিক পরিশ্রমের বিষয়। সেখানে এমন তীব্র গরমের কারণে পরিশ্রমের মাত্রা বেড়ে যায় অনেকখানি। তাতে ক্রিকেটারদের চোটের শঙ্কাও বেড়ে যায়। গরমে সেসব সামাল দিতে ক্লাব ক্রিকেটের ফিজিও, ট্রেনারদের নিয়ে ওয়ার্কশপের আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গরম সামলে কীভাবে সুস্থ থেকে, চোটমুক্ত থেকে ভালোভাবে খেলা চালিয়ে যাওয়া যায় সেসব নিয়েই আলোচনা করা হয়েছে ওয়ার্কশপে। বিসিবির ন্যাশনাল ক্রিকেট একাডেমি রুমে আয়োজিত হয়েছে এই ওয়ার্কশপ।
আয়োজন শেষে গণমাধ্যমের সাথে কথা বলেছেন বিসিবির চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী। গণমাধ্যমকে দেবাশীষ বলেন, ‘বাতাসে প্রচুর তাপ, শুধু তাপ হলে অতটা সমস্যা ছিল না। কিন্তু জলীয়বাষ্পের কারণে এখানে আর্দ্রতা বেড়ে গেছে এবং এই আর্দ্রতা খেলার জন্য ক্ষতিকর। এটা শারীরিক দিক থেকেও ক্ষতিকর। আমাদের এ অবস্থায়ও খেলা তো চলবে। উষ্ণায়নের এই সময় গরম তো আরও বাড়বে, আমরা তো খেলা বন্ধ করতে পারতেছি না। আমাদের এটার সঙ্গে মানিয়ে নিতে হবে। আমাদের বিজ্ঞানসম্মত এটাকে মানিয়ে নেওয়াটা প্রক্রিয়াটা জানতে হবে, সতর্কতা দিয়ে আমরা এটাকে ঠেকাতে পারব। আমরা তো প্রতিবছরই এই এপ্রিলে এবং সেপ্টেম্বর-অক্টোবরে এ দুইটা সময় আমরা খেলাতে স্ট্রাগল করি, কারণ হচ্ছে হিট ও হিউমিনিটি।’
দেবাশীষ আরও জানান, ‘আমাদের কাজ হচ্ছে যারা এ বিষয়ে বিশেষজ্ঞ তাদের নিয়ে এসে সংশ্লিষ্ট বিভাগগুলোকে যারা আছেন - আম্পায়ারিং, গ্রাউন্ডস... এসব বিভাগ এবং বিভিন্ন ক্লাবের সঙ্গে বসিয়ে দেওয়া। বিভিন্ন ক্লাবের যে সাপোর্ট স্টাফরা আছেন, যারা এটাকে ডিল করে ফিজিও, ট্রেনার, কোচ। এদেরকে সবাইকে একসঙ্গে এনে আমরা এই বৈজ্ঞানিক তথ্যগুলো দিচ্ছি যে কীভাবে এটাকে নিয়ন্ত্রণ করতে পারব। পুরোপুরি পারব না, কিন্তু এ গাইডলাইনগুলো ফলো করলে আমরা হয়তোবা পারফরম্যান্সের দিক থেকে হয়তোবা ভালো পারফর্ম করব এবং অসুস্থতা থেকে মুক্তি পাব। অসুস্থতা কমে আসবে এবং পারফরম্যান্স ভালো হবে।’
বিসিবির একাডেমি রুমে চলেছে ওয়ার্কশপ।
দেবাশীষ জানান, ‘আমাদের সঙ্গে এআইইউবির একটা শিক্ষামূলক চুক্তি আছে, তারা আমাদের কিছু বিভিন্ন একাডেমিক ট্রেনিংয়ে সাহায্য করবে, ওনাদের যে পাবলিক হেলথের যে বিভাগ আছে, ওটার প্রফেসর সাহেব আজ আমাদের সঙ্গে ছিলেন। আপাতত আমরা আজ করলাম, সবাইকে একসঙ্গে পাওয়াও কঠিন। বিসিবির বিভিন্ন বিভাগের লোকজন ছিল।’
দেবাশীষের মতে, ‘আমাদের ক্রিকেট বোর্ডে যে টিমগুলো আছে, যেমন জাতীয় দল। এদের ম্যানেজমেন্টের জন্য সহজ। কারণ এরা সংখ্যায় কম। দ্বিতীয়তম হচ্ছে ওরা ভালো লজিস্টিক সাপোর্ট পায়। ওদের দেখাশোনার জন্য বিশেষ দু-চারজন লোক আছে। সবমিলিয়ে ওদের ম্যানেজমেন্ট অনেক ভালো হয়। কিন্তু এই ম্যানেজমেন্ট তো আমরা ক্লাব লেভেলে ওভাবে করতে পারছি না। ক্লাব তো সব সুযোগ-সুবিধা দিতে পারছে না। তাদের ট্রাভেল করতে হয়, ক্লাবকে আরেকটা হয়তো অনুন্নত জায়গায় থাকতে হচ্ছে, খাবার দাবার নিউট্রেশনের ব্যাপার আছে। আমরা প্রত্যেক ক্লাবের ফিজিও ও ট্রেনারকে ডেকেছি। আমি যদি তাদের এডুকেট করতে পারি, তারা দলকে করবে। একটা গাইডলাইন দেওয়া হয়েছে।’
বর্তমানে দেশের ঘরোয়া ক্রিকেটে চলছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। মে মাসের শুরুতে মাঠে গড়াবে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।