গুরুতর চোটে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে জেমিসন
এই মৌসুমের বাকি অংশে খেলা হচ্ছে না জেমিসনের।

গুরুতর চোটে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে জেমিসন
রাইসান কবিরক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2024-02-17T13:29:59+06:00
আপডেট হয়েছে - 2024-02-17T13:29:59+06:00
পিঠের চোট আবারও হানা দিয়েছে নিউজিল্যান্ডের পেসার কাইল জেমিসনের। বেশ গুরুতর এই চোটের ফলে এবার লম্বা সময়ের জন্য মাঠের বাইরে থাকতে হবে তাকে। পরবর্তী গ্রীষ্মের আগ পর্যন্ত আর খেলতে পারছেন না এই কিউই পেসার। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
কাইল জেমিসন। ছবি : গেটি ইমেজস
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ শেষ হওয়ার জেমিসনের চোটের অবস্থা বুঝতে স্ক্যান করানো হয়। স্ক্যানের রিপোর্টে দেখা গেছে, নতুন করে জেমিসনের পিঠে ফাটল দেখা যাচ্ছে। গত বছর যেখানে চোট ছিল সেখানেই আরও একবার নতুন করে দেখা দিয়েছে ফাটল।
তবে আগেরবার সার্জারি করানো লাগলেও এবার আর সার্জারি লাগছে না জেমিসনের। আপাতত বিশ্রাম এবং পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে থেকে চোট থেকে সেরে উঠতে হবে তাকে। কঠিন এই সময়ে সবার সমর্থন পাওয়ায় বেশ খুশি জেমিসন, জানিয়েছেন কৃতজ্ঞতাও।
এক বিবৃতিতে জেমিসন জানিয়েছেন, ‘গত কিছুদিন আমার জন্য বেশ চ্যালেঞ্জিং ছিল কিন্তু আমি আমার সঙ্গী, পরিবার, সতীর্থ, সাপোর্ট স্টাফ এবং মেডিকেল কর্মীদের কাছ থেকে যে সমর্থন পেয়ে গেছে তার জন্য আমি বেশ কৃতজ্ঞ। আমি জানি ক্রিকেটার হিসেবে চোট আমার জীবনেরই অংশ এবং আমি বেশ আশাবাদী সামনে আমার আরও খেলার সময় আছে।’
সর্বশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে জিতেছে নিউজিল্যান্ড। সিরিজের প্রথম ম্যাচে খেলেছিলেন জেমিসন। ম্যাচে ৯৩ রান খরচায় শিকার করেছিলেন ৬ উইকেট।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।