ছয় মাস আগেই এশিয়া কাপ জয়ের পরিকল্পনা করেছিল বাংলাদেশ
পরিকল্পনামাফিক এগিয়েই মিলেছে সাফল্য।

ছয় মাস আগেই এশিয়া কাপ জয়ের পরিকল্পনা করেছিল বাংলাদেশ
রাইসান কবিরক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2023-12-18T23:37:38+06:00
আপডেট হয়েছে - 2023-12-18T23:37:38+06:00
যুব এশিয়া কাপে দুর্দান্ত পারফরম্যান্সে চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস সৃষ্টি করেছে বাংলাদেশের যুবারা। এর আগে যুব বিশ্বকাপ জয়ের কীর্তি থাকলেও এবার প্রথমবারের মত যুব এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। দারুণ এই অর্জনে তাই গর্বিত গোটা দেশ।
যুব এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বাংলাদেশ।
যুব এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়ে ট্রফি নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। টুর্নামেন্টজুড়ে দারুণ ক্রিকেট খেলেছে জুনিয়র টাইগাররা। দেশে ফিরে এশিয়া কাপ নিয়ে দীর্ঘ পরিকল্পনার কথা জানিয়েছেন দলের অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি। ছয় মাস আগে থেকেই পরিকল্পনা করেছিলেন এশিয়া কাপ জেতার। সেই অনুযায়ী কাজ করেই মিলেছে ফল।
দেশে ফিরে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবর্ধনা পেয়েছে যুবারা। সেখানে গণমাধ্যমের মুখোমুখি হয়ে রাব্বি বলেন, ‘প্রথমত আমি প্রত্যেকটা ম্যাচ ধরে ধরে খেলার চেষ্টা করেছি। সর্বপ্রথম ধন্যবাদ দিতে চাই আমার টিমের ম্যানেজমেন্ট এবং আমার ক্রিকেটারদের, খুব ভালো খেলেছে। তারা সাপোর্ট না দিলে হয়তোবা এই সাফল্যটা আসত না। পরিকল্পনা ছিল যে দেশের জন্য কিছু করব। এটা আরও ছয় মাস আগে পরিকল্পনা করা ছিল আমার একজন প্লেয়ার হিসেবে। আমি একজন নরমাল প্লেয়ার কিন্তু আমার ছয় মাস আগে থেকে পরিকল্পনা ছিল যেহেতু ইনশাল্লাহ এশিয়া কাপ কখনও বাংলাদেশে আসেনি, চেষ্টা করেছি যে ছয়য় মাস আগে থেকে এশিয়া কাপটা বাংলাদেশে নিয়ে আসতে পারি, তাহলে বড় একটা প্রাপ্তি হবে মনে করছিলাম।’
রাব্বি আরও বলেন, ‘আলহামদুল্লিলাহ। প্রথমবার আমরা এশিয়া কাপ চ্যাম্পিয়ন হলাম। এটা আমাদের জন্য বড় একটা প্রাপ্তি। আমাদের সামনের যে বিশ্বকাপ আছে এটার জন্য আমাদের খুব বড় একটা দায়িত্ব বেড়ে গিয়েছে। এশিয়া কাপ থেকে আমরা খুব ভালো প্রিপারেশন নিয়েছি বিশ্বকাপের জন্য।’
রাব্বির মতে, ‘আসলে প্রত্যেকটা ম্যাচই আসলে চ্যালেঞ্জিং ম্যাচ। আমরা চেষ্টা করি ভালো খেলার জন্য। আর আমাদের গেম ডেভেলপমেন্ট আমাদের খুব ভালো সুযোগ সুবিধা দিচ্ছে। আমাদের জন্য বিদেশি কোচ নিয়োগ করেছে। যেমন আমাদের অনূর্ধ্ব-১৯ এর কোচ স্টুয়ার্ট ল স্যার আছেন, ব্যাটিং কোচ ওয়াসিম জাফর স্যার আছেন। তাদের থেকে আমরা খুব ভালো টিপস পাচ্ছি। কঠিন সময়গুলোতে কিভাবে আমরা ক্যামব্যাক করব, স্ট্রং থাকব মেন্টালি- এই সাপোর্টগুলো তারা আমাদের দিয়ে থাকেন।’
টানা পাঁচ ম্যাচ জিতে এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জন করেছে বাংলার যুবারা। ফাইনালে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়েছে ১৯৫ রানের বিশাল ব্যবধানে।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি। বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।