জোর গলায় বলছি সাকিব নির্দোষ : বিজয়

Siam ChowdhurySenior Sub-Editor
প্রকাশিত হয়েছে - 2024-08-25T11:19:52+06:00
আপডেট হয়েছে - 2024-08-25T11:19:52+06:00
জোর গলায় বলছি- সাকিব আল হাসান নির্দোষ। সাকিবের বিরুদ্ধে যখন মামলার খড়গ, এমনকি আছে ক্রিকেট থেকে নির্বাসিত হওয়ার গুঞ্জনও, তখন তার পাশে দাঁড়ালেন সতীর্থ এনামুল হক বিজয়। সাকিবকে নির্দোষ দাবি করে বিজয়ের বিশ্বাস, দ্রুতই আঁধার কেটে যাবে।
এক গার্মেন্টসকর্মীর নিহত হওয়ার ঘটনায় করা মামলায় আসামী করা হয়েছে সাকিবকে। যদিও সে সময় সাকিব ছিলেন দেশের বাইরে। খেলছিলেন কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে। যেদিন এই ঘটনা ঘটে, সেদিন তিনি ছিলেন বাংলা টাইগার্স মিসিসিগার জয়ের নায়ক, পেয়েছেন ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কারও।
তবে রাজনীতির পালাবদলে দেশে যে দীর্ঘদিনের চর্চা, তার ফাঁদে পড়েছেন সাকিবও। হয়ত রাজনীতিতে যোগ দেওয়াটাই ভুল ছিল তার। তবে সে যা-ই হোক, সাকিবের নামে দায়ের করা এই অভিযোগকে অনেকেই বলছেন মিথ্যা মামলা।
মামলা দায়ের করায় সাকিবের ক্রিকেটীয় ক্যারিয়ার পড়ে গেছে হুমকির মুখে। নড়েচড়ে বসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও। এমন পরিস্থিতিতে সরব হলেন উইকেটরক্ষক ব্যাটার এনামুল হক বিজয়। সাকিবের পক্ষে নিজের অবস্থান প্রকাশ করে জানালেন, সাকিব নির্দোষ, তার সাথে আছেন সতীর্থদের সবাই।
ফেসবুক পোস্টে বিজয় লিখেছেন, ‘সাকিব ভাই, বাংলাদেশের ক্রিকেটে আপনার অবদান অনস্বীকার্য। বিশ্ব মানচিত্রে আপনি বাংলাদেশ ক্রিকেটকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন। আপনার সাথে আমরা সবাই আছি। ইনশাআল্লাহ এই আঁধার কেটে যাবে। খুব জোর গলায় বলছি আপনি নির্দোষ। আল্লাহ আপনার ভালো করুক।’
সাকিব অবশ্য পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে চলমান বাংলাদেশের প্রথম টেস্টে খেলছেন। তবে দ্বিতীয় টেস্টে তাকে দেখা যাবে কি না, তা এখনও নিশ্চিত নয়।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।