জয়ের আশা হারাচ্ছে না টাইগাররা

Siam ChowdhurySenior Sub-Editor
প্রকাশিত হয়েছে - 2024-10-29T18:39:54+06:00
আপডেট হয়েছে - 2024-10-29T18:39:54+06:00
পরাজয়ে ডরেনা বীর। টাইগাররাও ভয়ে ভীত নয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে, সিরিজেও পিছিয়ে, হেরে গেলে বরণ করতে হবে হোয়াইটওয়াশের গ্লানি। সে জায়গা থেকে নিরাপদ ড্র এর পথে হাঁটার সুযোগ আছে। তবে চট্টগ্রাম টেস্টে যেকোনো মূল্যে জয় বাগিয়ে নিতে চায় বাংলাদেশ। প্রথম দিন দক্ষিণ আফ্রিকার একচ্ছত্র আধিপত্যের পরও বাংলাদেশ দল জয়ের আশা হারাচ্ছে না।
আগের ম্যাচে যতটা প্রতিদ্বন্দ্বিতা গড়তে পেরেছিল বাংলাদেশ, দ্বিতীয় টেস্টের অন্তত প্রথম দিনে তার ছিটেফোঁটাও ছিল না। টস জিতে ব্যাট করতে নেমে ২ উইকেটে ৩০৭ রান জড়ো করেছে প্রোটিয়ারা। এই রানের ফোয়ারা কখন, কোথায় গিয়ে থামবে কে জানে। তবে এখনও ম্যাচ নিয়ন্ত্রণে আনার সুযোগ দেখছে নাজমুল হোসেন শান্তর দল।
প্রথম দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে ফিল সিমন্স জানালেন, জয় ছাড়া এখনও ভিন্ন কিছু ভাবছেন না তারা। এজন্য কী করতে হবে, তাও জানিয়েছেন টাইগারদের হেড কোচ। মুলতানে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট প্রেরণা যোগাচ্ছে মুশফিক-মুমিনুলদের।
সিমন্স বলেন, 'এখন দলের ভাবনা হলো কাল সকালে এসে যত দ্রুত সম্ভব কিছু উইকেট নিতে হবে, দ্রুত অলআউট করতে হবে। পাকিস্তানে আমরা ভালো ফলাফল করেছি, প্রতিপক্ষ ৪০০-৫০০ রান করলেও আমরা ম্যাচ জিতেছি। জয়ের ভাবনা আছেই। দেখা যাক কাল সকালে কী করতে পারি। সবসময় প্রথমে ম্যাচ জেতার কথা ভাবতে হবে, এরপর অন্য কিছু।'
দিনটি পক্ষে ছিল না, অন্য কথায় মুদ্রার উল্টো পিঠ। তবে হতাশাজনক দিনটিতে বোলারদের কাজও কঠিন ছিল। সিমন্স জানালেন, উইকেট ব্যাটিংয়ের জন্য বেশ ভালো।
তিনি বলেন, 'একটু তো হতাশাজনকই। তবে এটা ব্যাটিংয়ের জন্য দুর্দান্ত উইকেট। বোলাররা ভালোই করেছে। কিছু সুযোগ হাতছাড়া হয়েছে, যা কাজে লাগালে ৪-৫ উইকেট পড়ে যেতে পারত। দিনটা কঠিন। মুদ্রার উল্টো পিঠ। অবশ্যই হতাশাজনক।'
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।