টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপার জন্য লড়াই করতে চান রাবাদা
টেস্ট ক্রিকেটে ৩০০ উইকেটের মাইলফলক স্পর্শ করার অপেক্ষায় আছেন রাবাদা।

টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপার জন্য লড়াই করতে চান রাবাদা
রাইসান কবিরক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2024-08-02T21:31:29+06:00
আপডেট হয়েছে - 2024-08-02T21:31:29+06:00
আইসিসির বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২৫ চক্রে এখনও পর্যন্ত ৪ টেস্ট খেলে মোটে ১টিতে জিতেছে দক্ষিণ আফ্রিকা। এবার প্রোটিয়াদের সামনে ওয়েস্ট ইন্ডিজ, যাদের কাছে ২০০৭ সালের পর টেস্টে হারেনি দক্ষিণ আফ্রিকা। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
টেস্ট চ্যাম্পিয়নশিপের দুইটি চক্রের মধ্যে একটিতেও ফাইনালে খেলা হয়নি দক্ষিণ আফ্রিকার। প্রথমবার ভারত-নিউজিল্যান্ডের মধ্যকার ফাইনাল জিতেছিল নিউজিল্যান্ড। পরের চক্রে ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যকার ফাইনাল জিতেছিল অস্ট্রেলিয়া। তবে এবার দক্ষিণ আফ্রিকাকে নিয়ে ফাইনালে উঠা এবং ট্রফি জেতার জন্য লড়াই করতে চান প্রোটিয়া স্পিডস্টার কাগিসো রাবাদা।
ওয়েস্ট ইন্ডিজের সাথে দক্ষিণ আফ্রিকার রেকর্ড বেশ ভালো। ২০০৭ সালের পর থেকে কোনো টেস্ট তো হারেইনি, ক্রিকেটে ফেরার পর থেকে একাধিক ম্যাচের কোনো টেস্ট সিরিজেও ওয়েস্ট ইন্ডিজের কাছে হারার রেকর্ড নেই দক্ষিণ আফ্রিকার। দশটি সিরিজের মধ্যে প্রোটিয়ারা জিতেছে ৯টিতেই। একমাত্র হার এসেছিল ১৯৯২ সালে দুই দলের মধ্যকার একমাত্র টেস্ট ম্যাচে।
এবারও ক্যারিবিয়ানদের হারাতে আত্মবিশ্বাসী রাবাদা। সিরিজ শুরুর আগে গণমাধ্যমকে রাবাদা বলেন, ‘আমরা জানি আমরা তাদেরকে হারাতে পারব। আমরা বিশ্বাস করি আমরা তাদের হারাতে পারি। ক্যারিবিয়ান আমার সফরের জন্য প্রিয় জায়গা। এখানে আসতে আমি পছন্দ করি। এখানে অনেক ইতিহাস, ক্রিকেট এবং ক্রিকেটের ইতিহাস রয়েছে।’
দক্ষিণ আফ্রিকার মত ওয়েস্ট ইন্ডিজেরও এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে কেবল একটি জয়। কিন্তু সেই জয়টিই ছিল দুনিয়া কাঁপানো। গ্যাবা টেস্টে অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে ঐতিহাসিক এক জয় তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ। সেবার ক্যারিবিয়ানদের জয়ের নায়ক শামার জোসেফও রাতারাতি তারকা বনে যান।
সেই ম্যাচ নিয়ে কথা বলতে গিয়ে রাবাদা বলেন, ‘ক্রিকেট আসলে উপভোগের ব্যাপার। খেলা মানেই হল দর্শকদের জন্য বিনোদন উপহার দেওয়া। আমরা দেখেছি ওয়েস্ট ইন্ডিজ কীভাবে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছে। তারা ওয়েস্ট ইন্ডিজের টেস্ট ক্রিকেটের আলো ফিরিয়ে এনেছে। এটি আরও হওয়াটা দরকার।’
রাবাদা আরও বলেন, ‘শামার জোসেফ যেভাবে বোলিং করল এবং তারপরের উদযাপন – মানুষ কাঁদছিল, আবেগপ্রবণ হয়ে পড়েছিল। একটি ছবি আপনাকে হাজার শব্দের একটা গল্প বলে দেবে। ফলে আপনাকে সেসব দেখতে হবে এবং সেগুলোই আপনাকে গল্পটা বলে দেবে।’
টেস্ট চ্যাম্পিয়নশিপের মঞ্চে ভারত-অস্ট্রেলিয়ার মত দলকে দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজের মত দলের চ্যালেঞ্জ জানানো উচিত বলে মনে করেন রাবাদা। টেস্ট ক্রিকেটে লম্বা সময় ধরেই ছড়ি ঘোরাচ্ছে ভারত, অস্ট্রেলিয়ার মত দলগুলো।
কাগিসো রাবাদা। ছবি : গেটি ইমেজস
রাবাদা মনে করেন, ‘আপনাকে আইসিসির ইভেন্ট বা টেস্ট
চ্যাম্পিয়নশিপের জন্য চ্যালেঞ্জিং হয়ে উঠতে হবে। এটা একটি উপায় যার মাধ্যমে আপনি বাকি
দলগুলোর সমপর্যায়ে যাওয়ার চেষ্টা করতে পারবেন।’
রাবাদা আরও বলেছেন, ‘সমর্থকদের বিনোদনের জন্য ক্রিকেট খেলাটা ভালোভাবে চলতে হবে। আমি মনে করি যখন ক্রিকেট খেলাটা ভালোভাবে হচ্ছে তখন সেরা দলগুলো বাকি দলগুলোর সাথে খেলতে চায়। এখন এটা আমাদের উপর যে আমাদের ভালো টেস্ট ক্রিকেট খেলতে হবে। যদি আপনি ভালো টেস্ট ক্রিকেট খেলতে পারেন তখন অনেকেই আপনাকে অনুসরণ করতে চাইবে।’
৩০০ টেস্ট উইকেটের মাইলফলকের সামনে আছেন কাগিসো রাবাদা। আর ৯টি উইকেট তুলতে পারলেই পূরণ হবে ৩০০ টেস্ট উইকেট। তবে এসব ব্যাপার নিয়ে অত চিন্তিত নন তিনি। রাবাদা জানিয়েছেন, ‘এটা অবশ্যই বিশেষ একটি মাইলফলক হবে, তবে আমি এটা নিয়ে অত বেশি মনযোগী নই। এটা কেবলই একটা উপজাত হবে। আমি মনযোগী যেন আমি দলের জন্য লড়াই করতে পারি এবং নিজের পারফরম্যান্স মাঠে প্রদর্শন করতে পারি। পারফরম্যান্স দেখাতে পারা মানে হচ্ছে দল সঠিক পথে এগোচ্ছে এবং আমি আমার কাজটা ঠিকঠাকভাবে করছি।’
আগামী ৭ আগস্ট মাঠে গড়াবে ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকার মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের
সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর
থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার
ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।