ডারবান সুপার জায়ান্টসের নেতৃত্বে ডি কক
দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগ এসএটি-টোয়েন্টির প্রথম আসরে ডারবান সুপারজায়ান্টসের অধিনায়কের দায়িত্ব পেয়েছেন কুইন্টন ডি কক। সবকিছু ঠিক থাকলে টুর্নামেন্টের প্রথম আসরে ডি ককের নেতৃত্বেই মাঠে নামবে ডারবান।

ডারবান সুপার জায়ান্টসের নেতৃত্বে ডি কক
রাইসান কবিরক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2022-11-29T17:39:27+06:00
আপডেট হয়েছে - 2022-11-29T17:39:27+06:00
খেলার সারসংক্ষেপ
দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগ এসএটি-টোয়েন্টির প্রথম আসরে ডারবান সুপারজায়ান্টসের অধিনায়কের দায়িত্ব পেয়েছেন কুইন্টন ডি কক। সবকিছু ঠিক থাকলে টুর্নামেন্টের প্রথম আসরে ডি ককের নেতৃত্বেই মাঠে নামবে ডারবান।
কুইন্টন ডি কক। ফাইল ছবি
বিশ্বের নানা প্রান্তের টি-টোয়েন্টি লিগগুলোর নিয়মিত মুখ ডি কক। দক্ষিণ আফ্রিকার জাতীয় দলেও খেলছেন লম্বা সময় ধরে। দলের বড় ভরসাও হয়ে উঠেছেন ইতোমধ্যে। টপ অর্ডারে ককের বিধ্বংসী শুরু যেকোনো টি-টোয়েন্টি দলের জন্য অবশ্যই দারুণ ব্যাপার। দক্ষিণ আফ্রিকার হয়ে তা নিয়মিতই করেন কক। ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতেও ককের এমন দাপুটে ব্যাটিংয়ের দেখা মেলে।
এর আগে নিজ দেশের অধিনায়কের দায়িত্বেও ছিলেন কক। প্রোটিয়াদেরকে ৪টি টেস্ট, ৮টি ওয়ানডে এবং ১১টি টি-টোয়েন্টিতে নেতৃত্ব দিয়েছেন কক। এছাড়া আইপিএলেও নিয়মিতই খেলে থাকেন তিনি। আইপিএলের সর্বশেষ আসরে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের হয়ে খেলেছেন তিনি। ডারবান দলের মালিকানাও কিনে নিয়েছে একই ফ্র্যাঞ্চাইজি।
সর্বশেষ আইপিএলটা বেশ ভালোই কেটেছে ককের। পুরো মৌসুমে সব মিলিয়ে ৫০৮ রান করেন কক, স্ট্রাইকরেট ছিল প্রায় ১৫০! এরপর সিপিএলেও করেন দুর্দান্ত ব্যাটিং। তবে সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপটা খুব বেশি ভালো কাটেনি ককের। নেদারল্যান্ডসের কাছে হেরে বিশ্বকাপের গ্রুপপর্ব থেকেই বিদায় নিয়েছে প্রোটিয়ারা।
কুইন্টন ডি কক। ছবিঃ গেটি ইমেজস
২০২১ সালের ডিসেম্বরে টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন ডি কক। তিন ফরম্যাটের ক্রিকেট একইসাথে চালিয়ে যাওয়ার চরম ব্যস্ততা সামলাতে না পেরেই স্বেচ্ছায় এমন সিদ্ধান্ত নেন তিনি। আসন্ন ডিসেম্বরে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে দক্ষিণ আফ্রিকার টেস্ট দল। কক টেস্টকে বিদায় বলে দেওয়ায় সেই সফরে থাকছেন না স্বাভাবিকভাবেই। এখন থেকেই তাই টুর্নামেন্টের প্রস্তুতি শুরু করে দিতে পারবেন তিনি।
ডারবান সুপার জায়ান্টসে ডি কক ছাড়াও খেলবেন কেশভ মহারাজ, জেসন হোল্ডাররা। প্রধান কোচের দায়িত্বে থাকবেন ল্যান্স ক্লুজনার। আগামী ১১ জানুয়ারি ককের জন্মস্থানের প্রতিনিধিত্ব করা দল জোহানেসবার্গ সুপার কিংসের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে ডারবান সুপার জায়ান্টস।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।