তবুও হাথুরুসিংহেকেই সেরা কোচ মানেন ইমরুল

Siam ChowdhurySenior Sub-Editor
প্রকাশিত হয়েছে - 2024-11-18T19:28:51+06:00
আপডেট হয়েছে - 2024-11-18T19:28:51+06:00
বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বিতর্কিত কোচ কে, এই প্রশ্ন করলে চোখ বুজে অবলীলায় অনেকে বলবেন চন্ডিকা হাথুরুসিংহের নাম। তবে লাল বলের ক্রিকেট থেকে সদ্য বিদায়ী ক্রিকেটার ইমরুল কায়েস মনে করেন, তিনি যে কজন কোচের অধীনে খেলেছেন তাদের মধ্যে হাথুরুসিংহেই সেরা। যদিও হাথুরুসিংহের আচরণে সমস্যা ছিল, তা স্বীকার করেছেন ইমরুল নিজেও।
২০১৪ সালের জুন থেকে ২০১৭ সালের অক্টোবর পর্যন্ত বাংলাদেশের প্রধান কোচ ছিলেন হাথুরুসিংহে। সেবার হুট করে বিসিবিকে বিদায় বলে দায়িত্ব নেন শ্রীলঙ্কার। হাথুরুসিংহের প্রথম মেয়াদের সময়ই সিনিয়র ক্রিকেটারসহ অনেকের সাথে তার দূরত্ব সৃষ্টি হয়। দুই স্তরের নির্বাচক প্যানেল নিয়ে অসন্তোষ থেকে বর্তমান বিসিবি সভাপতি ফারুক আহমেদ প্রধান নির্বাচকের দায়িত্ব থেকে সরে দাঁড়ান।
পেশাদারিত্ব ছাড়াই বাংলাদেশের দায়িত্ব ছেড়ে দেওয়া সেই হাথুরুসিংহেকে আবারো বাংলাদেশের কোচ করা হয় ২০২৩ সালে, ওয়ানডে বিশ্বকাপের আগে। তবে সেই বিশ্বকাপে নাসুম আহমেদের গায়ে হাত তোলাসহ নানা অভিযোগে হাথুরুসিংহেকে বরখাস্ত করা হয় সম্প্রতি। তবে এমন এক পরিস্থিতিতে দাঁড়িয়েই ইমরুল জানালেন, তার চোখে বাংলাদেশি কোচদের মধ্যে হাথুরুসিংহেই সেরা।
ইমরুল বলেন, 'অবশ্যই ও অনেকের কাছে প্রশ্নবিদ্ধ কোচ। কিন্তু টেকনিক্যাল কোচ হিসেবে তিনি অনেক ভালো কোচ ছিলেন। হয়তো তার আচরণে অনেক সমস্যা ছিল, অনেকের সঙ্গে বনিবনা হতো না। কিন্তু ব্যাটার হিসেবে আমি উনার কাছ থেকে অনেক কিছু শিখেছি।'
যদিও কোচদের ওপর কখনই নির্ভরশীল হতে চাননি বলে দাবি করেছেন ইমরুল। তিনি জানান, 'আসলে আমি একটু কোচদের থেকে দূরে থাকতাম। বেশি কথা বলতাম না কোচদের সঙ্গে। এত বেশি কোচ অরিয়েন্টেড হতে চাইতাম না। আমার সবসময় পরিকল্পনা ছিল, আমি ভালো খেলব, ওর কাছ থেকে ইতিবাচক কিছু নেওয়ার থাকলে নিব। এর বাইরে কিছু চিন্তা করতাম না।'
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।