তামিমের ফিফটি, শতরানের উদ্বোধনী জুটির পর '২৫০' রানের পুঁজি

Siam ChowdhurySenior Sub-Editor
প্রকাশিত হয়েছে - 2024-08-01T13:12:42+06:00
আপডেট হয়েছে - 2024-08-01T13:12:42+06:00
১০০ রানের উদ্বোধনী জুটির পরও ব্যাটিং ঠিক মন ভরানোর মতো হলো না। নর্দার্ন টেরিটরি ক্রিকেট আয়োজিত টুর্নামেন্টে বাংলাদেশের হাই পারফরম্যান্স ইউনিট মুখোমুখি হয়েছে এনটি স্ট্রাইক দলের। যেখানে ব্যাট হাতে উড়ন্ত সূচনা পাওয়া টাইগাররা প্রতিপক্ষকে ছুঁড়ে দিয়েছে ২৫০ রানের লক্ষ্য।
ডারউইনের মারারা ওভালে টস হেরে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতেই শতরানের দেখা পায় বাংলাদেশের দলটি। ২০তম ওভারের চতুর্থ বলে বিদায় নেওয়ার আগে পারভেজ হোসেন ইমনের ব্যাট থেকে আসে ৪৭ রান, হাঁকান ৫টি চার ও ২টি ছক্কা। আরেক ওপেনার তানজিদ হাসান তামিম অর্ধশতক তুলে নিতে ভুল করেননি। বিদায় নেওয়ার আগে তিনিও মোকাবেলা করেন ৬৪ বল। ৪টি চার ও ১টি ছক্কায় রান করেন ৫৩।
এরপর ধস নামে ব্যাটিং অর্ডারে। জিসান আলম ১১ ও অধিনায়ক আফিফ হোসেন ধ্রুব ৬ রান করে বিদায় নিলে আকবর আলী ও শামীম হোসেন পাটোয়ারি হাল ধরার চেষ্টা করেন। আকবর ২৬ ও শামীম ২০ রান করে সাজঘরে ফিরলে মাহফুজুর রহমান রাব্বির ১৭ রান দলকে অভয় দেন। তবে বড় ভূমিকা পালন করে আবু হায়দার রনির ব্যাটিং।
৮ নম্বরে নেমে এই পেসার ৪১ বলে ৩৮ রানের ইনিংস খেলেন ৩টি চার ও ১টি ছক্কায়। তাতে চ্যালেঞ্জিং লক্ষ্য ছুঁড়ে দিতে সমর্থ হয় টাইগাররা। শেষপর্যন্ত ৫০ ওভারে অলআউট হওয়ার আগে দলীয় পুঁজি দাঁড়ায় ২৫০।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।