তাসকিনকে কি দলে ভেড়াবে কলকাতা?

Siam ChowdhurySenior Sub-Editor
প্রকাশিত হয়েছে - 2024-11-14T20:37:09+06:00
আপডেট হয়েছে - 2024-11-14T20:37:09+06:00
কখনও আইপিএল খেলা হয়নি তাসকিন আহমেদের। সমসাময়িক যারা আছেন তার মাপের পেসার, প্রত্যেকেই আইপিএলে হট কেক। আইপিএলে তাসকিনের ডাক আসেনি এমন নয়। একবার তো লক্ষ্ণৌ সুপার জায়ান্টস ডিরেক্ট সাইনিংয়েই দলে চেয়েছিল তাকে। জাতীয় দলের খেলার জন্য ফ্র্যাঞ্চাইজি লিগগুলো এতদিন বিসর্জন দিয়ে এসেছেন টাইগার পেসার। তবে ১৮তম আসরকে সামনে রেখে তাসকিন নাম দিয়েছেন মেগা নিলামে।
আইপিএল যাদের রিটেইন করেছে, তাদের একাদশে নিশ্চিত ধরে রাখলে যেসব জায়গায় ঘাটতি চোখে পড়ছে, তার একটি হলো বিদেশি পেস বোলার। কেকেআরের সেই কাঙ্ক্ষিত বিদেশি পেসার হতে পারেন তাসকিন। তার যেমন আছে অভিজ্ঞতা, তেমনি গতি, তেমনি চাপ সামলানোর দক্ষতা। অতীতে শোয়েব আখতার, শেন বন্ড, ব্রেট লি, ট্রেন্ট বোল্ট, মরনে মরকেল, মিচেল স্টার্করা গায়ে জড়িয়েছেন যে দলের জার্সি, তাসকিনকে সেই কলকাতার জার্সি গায়ে ভালোই মানাতে পারে; বিশেষ করে ভারতের কন্ডিশনে। ভারতের পার্শ্ববর্তী দেশের ক্রিকেটার তাসকিন কলকাতার ইডেন গার্ডেনসের উইকেটেও হতে পারেন ভীষণ কার্যকরী।
কলকাতার হাতে অবশ্য আরও অপশন আছে। তাই তাসকিনকে নেওয়ার বিষয়টি ঝুলছে যদি-কিন্তুর সুতোয়। আইপিএলের এবারের নিলামে নাম উঠছে বাংলাদেশের ১৩ ক্রিকেটারের। বিগত নিলামগুলোর তুলনায় এবারের নিলামে বাংলাদেশিদের সংখ্যা বেশি, স্বভাবতই বেশি দল পাওয়ার সম্ভাবনাও।
গত আসরে চেন্নাই সুপার কিংসের জার্সিতে আইপিএল মাতানো মুস্তাফিজুর রহমানের নাম আছে অনুমিতভাবেই। ইতিপূর্বে আইপিএল খেলা সাকিব আল হাসান ও লিটন দাসও রয়েছেন। তাদের সাথে নাম আছে তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, তাওহীদ হৃদয়, শহিদুল ইসলাম, শেখ মেহেদী হাসান ও মেহেদী হাসান মিরাজের। শহিদুল ছাড়া বাকি সবাই-ই খেলছেন জাতীয় দলে। শহিদল এ মুহূর্তে বাইরে থাকলেও আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে তারও।
নিলামে সবচেয়ে বেশি ভিত্তিমূল্য ২ কোটি রুপি, আর এই দামেই শুরু হবে মুস্তাফিজের দরদাম। বাংলাদেশিদের মধ্যে শুধু মুস্তাফিজের ভিত্তিমূল্যই ২ কোটি রুপি। এছাড়া ১ কোটি রুপি ভিত্তিমূল্য ধরা হয়েছে কলকাতা নাইট রাইডার্সের হয়ে দুটি শিরোপা জেতা সাকিব আল হাসানের। তাসকিনের ভিত্তিমূল্যও ১ কোটি রুপি। সাথে মেহেদী হাসান মিরাজও ১ কোটি ভিত্তিমূল্যে নাম লিখিয়েছেন।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।