তাসকিনের বদলি হিসেবে ঢাকা টেস্টের স্কোয়াডে রাজা

Siam ChowdhurySenior Sub-Editor
প্রকাশিত হয়েছে - 2023-04-03T17:43:17+06:00
আপডেট হয়েছে - 2023-04-03T17:43:17+06:00
খেলার সারসংক্ষেপ
চোটের কারণে ঢাকা টেস্টের দল থেকে ছিটকে গেছেন তারকা পেসার তাসকিন আহমেদ। তার বদলি হিসেবে দলে ডাকা হয়েছে তরুণ পেসার রেজাউর রহমান রাজাকে। জাতীয় দলের হয়ে এখনও অভিষেক না হলেও দীর্ঘদিন ধরে টেস্ট দলের সঙ্গী সিলেটের এই পেসার। এদিকে তাসকিন চোট নিয়ে মাঠের বাইরে ছিটকে পড়েছেন ৪ সপ্তাহের জন্য। যদিও এই টেস্টের পর লম্বা সময় জাতীয় দলের কোনো খেলা না থাকায় মাঠে ফেরা নিয়ে তাড়াহুড়ার কিছু নেই তার।
জাতীয় দলের হয়ে এখনও অভিষেক হয়নি রাজার। ফাইল ছবি
আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য ঘোষিত স্কোয়াডে রাজার নাম ছিল না। নির্বাচক আব্দুর রাজ্জাক রাজাকে দলে না রাখার কারণ ব্যাখ্যা করে বলেছিলেন, 'ও আমাদের ভাবনায়ই আছে। এমন নয় একটি দলে নেই মানে বাদ পড়ে গেল বা আর নেওয়া হবে না।'
তার একদিনের মাথায় রাজার ডাক পড়ল জাতীয় দলে। অবশ্য তার কারণ টেস্টের পেস ইউনিটের নেতা তাসকিনের ছিটকে যাওয়া। ঢাকা টেস্টে ৩ পেসার নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ। তাসকিন ছিটকে যাওয়ায় স্কোয়াডে পেসার ছিলেনই ৩ জন- এবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম ও খালেদ আহমেদ।
তাসকিনের চোট নিয়ে জাতীয় দলের ফিজিও বায়েজিদ খান বলেন, 'আজ তাসকিনের এমআরআই করে নিশ্চিত হওয়া গেছে ওর গ্রেড-২ সাইড স্ট্রেইন ইঞ্জুরি রয়েছে। সাধারণত এমন চোট সারানোর জন্য ৪ সপ্তাহ সময় লাগে। তার মানে তাসকিন এই টেস্টে খেলতে পারছে না।'
একনজরে বাংলাদেশের টেস্ট স্কোয়াড
সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম, রেজাউর রহমান রাজা ও মাহমুদুল হাসান জয়।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।