██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

দলের গঠন নিয়ে অসন্তুষ্ট নাসির

সতীর্থদের পারফরম্যান্সে হতাশ নাসির হোসেন।

দলের গঠন নিয়ে অসন্তুষ্ট নাসির

দলের গঠন নিয়ে অসন্তুষ্ট নাসির

রাইসান কবির

রাইসান কবিরক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত হয়েছে - 2023-02-08T00:13:52+06:00

আপডেট হয়েছে - 2023-02-08T00:13:52+06:00

এবারের বিপিএলে লিগ পর্বের খেলা শেষ হয়ে গেছে ঢাকা ডমিনেটর্সেরমৌসুমটা খুব একটা ভালো কাটেনি নাসির হোসেনের দলের। ১২ ম্যাচের মধ্যে তারা জিতেছে মোটে ৩টিতে।

দলকে বলতে গেলে একাই টেনেছেন নাসির। ছবিঃ বিডিক্রিকটাইম

মৌসুমের শেষ ম্যাচটাও ভালো যায়নি ঢাকার। হাতের মুঠোয় থাকা ম্যাচে নিজেদের ব্যর্থতাতেই হেরেছে ঢাকা। পুরো টুর্নামেন্টে ঢাকার হয়ে খেলেছেন কেবল নাসির হোসেন এবং তাসকিন আহমেদ। বাকিরা বেশিরভাগই হতাশ করেছেন। ম্যাচশেষে হারের কারণ ব্যাখ্যা করতে গিয়েও হতাশা ঝরেছে নাসিরের কণ্ঠে।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে নাসির বলেন, ‘আসলে এই ম্যাচ যেহেতু আমরা হেরে গেছি সেখানে অনেক কথাই হবে। তারপরেও আমি বলি আমরা যেভাবে এই ম্যাচে ব্যাটিং করেছি আমার মনে হয় না যে কেউ দায়িত্ব নিয়েছে। ক্রিকেটার হিসেবেও না দল হিসেবেও না। আমরা খুবই বাজে ব্যাটিং করেছি। এই পর্যায়ের ক্রিকেটে যদি আপনি ১২০ রান তাড়া করতে না পারেন তাহলে বিষয়টি খুবই হতাশাজনক। বোলাররা খুব ভালো বোলিং করেছে কিন্তু ব্যাটাররা দায়িত্বজ্ঞানহীন ব্যাটিং করেছে। কারো মধ্যেই দায়িত্ব নেওয়ার প্রবণতা ছিল না। মনে হয়েছে ম্যাচটা আমরা সহজেই জিতব কিন্তু কেউ যে দায়িত্ব নিয়ে ম্যাচটা শেষ করে আসবে সেই ব্যাপারটা আমি কারও মধ্যে দেখিনি। এমনকি আমিও চেষ্টা করেছি কিন্তু হয়নি। এই জিনিসটি কারও মধ্যেই আমি দেখিনি।’

 

এছাড়া দলের গঠন নিয়েও বেশ ক্ষুদ্ধ নাসির। নিজের পারফরম্যান্সে খুশি হলেও সতীর্থরা নিজেদের মেলে ধরতে না পারাকেই ব্যর্থতার কারণ হিসেবে দাঁড় করিয়েছেন তিনি। নাসির বলেন, ‘আমার কাছে মনে হয় প্রতি দলেই বিদেশি ক্রিকেটাররা খুব বড় ভূমিকা পালন করে। আমাদের দলের বিদেশিরা কিছু ছিল চোটাক্রান্ত, আবার অইরকম ভালো বিদেশিও আমরা আনতে পারিনি। এই জিনিসের প্রভাব আমাদের দলে পড়েছে। আর টপ অর্ডার তো আমি টুর্নামেন্টজুড়ে বলতে বলতেই শেষ হয়ে গেলাম যে তারা পারফর্ম করতে পারেনি। টপ অর্ডারের পারফরম্যান্সটা যদি আমরা পেতাম অথবা বিদেশি ক্রিকেটারদের থেকে যদি আমরা সমর্থনটা পেতাম তাহলে হয়ত আরও ভালো ফলাফল হতে পারত।'


নাসির আরও বলেন, ‘আরও ভালো বিদেশি আমরা আনতে পারতাম। আমার কাছে মনে হয় দলটা হয়ত একদম শেষ মুহূর্তে করেছে। উনারা একদম অনভিজ্ঞ আসলে। দল কীভাবে করা উচিত বা কেমন ক্রিকেটার দরকার দলে এই নিয়ে উনাদের কোনো অভিজ্ঞতাই ছিল না। ফলে এদিক দিয়ে আমরা কিছুটা পিছিয়ে ছিলাম। তবে আমার বিশ্বাস যে এক বছর গেল। যদি পরের বছরও উনারা থাকে তাহলে তখন অনেক পরিকল্পনা করে দল সাজাবে।’

 হতাশাজনক এক বিপিএল কাটিয়েছে ঢাকা ডমিনেটর্স। ছবিঃ বিডিক্রিকটাইম

নিজের পছন্দের ক্রিকেটারদেরকে না পাওয়ার আক্ষেপও ঝরেছে নাসিরের কণ্ঠে, ‘আমার সাথে পরামর্শ করায় আমি কয়েকজন ক্রিকেটারের নাম বলেছিলাম কিন্তু তারা তখন এভেইলেবল ছিল না। এখন দুনিয়ার সব জায়গাতেই ক্রিকেট খেলা হচ্ছে। ফলে যাদেরকে পাওয়া গেছে তাদেরকেই নিয়ে আসা হয়েছে।’


নাসির আরও বলেছেন, ‘আমরা আসলে কখনোই ভালো মোমেন্টাম পাইনি। টি-টোয়েন্টি ক্রিকেট মোমেন্টামের খেলা। যখন আপনি জিততে থাকবেন তখন দেখা যায় সবকিছুই ভালো হচ্ছে। আমরা সেই মোমেন্টামটা কখনোই পাইনি, যখনই দেখা গেছে ১ ম্যাচে জিতেছি পরে আবার ৩ ম্যাচে হেরে গেছি। তবে আমরা যেরকম দল ছিলাম আমাদের আরও ভালো ক্রিকেট খেলা উচিত ছিল।’


দলের পারফরম্যান্স খারাপ হলেও আগুনে ফর্মে ছিলেন নাসির। বলে-ব্যাটে ঢাকাকে একদম সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি। বহুদিন পর নাসিরের এমন পারফরম্যান্সের দেখা মিলেছে দেশের ঘরোয়া ক্রিকেটে। দলের জন্য টুর্নামেন্টটা হতাশাজনক হলেও নাসিরের জন্য অবশ্যই বেশ ভালোই ছিল এবারের বিপিএল।


বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি। বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

 

 

 

 

একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.