
দিল্লীর প্রধান কোচের দায়িত্ব ছাড়লেন পন্টিং
রাইসান কবিরক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2024-07-13T21:32:17+06:00
আপডেট হয়েছে - 2024-07-13T21:32:17+06:00
দিল্লী ক্যাপিটালসের সাথে দীর্ঘ সাত বছরের সম্পর্কের ইতি টানলেন রিকি পন্টিং। ২০১৮ সাল থেকে দিল্লীর প্রধান কোচের দায়িত্বে থাকা পন্টিং আগামী মৌসুম থেকে আর দলের কোচের দায়িত্বে থাকছেন না। পন্টিংয়ের অধীনে দিল্লীতে খেলেছিলেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানও। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
রিকি পন্টিং।
২০১৮ সালে দিল্লীর দায়িত্ব নেন পন্টিং, যখন দলটির নাম ছিল দিল্লী ডেয়ারডেভিলস। প্রথম মৌসুমে পন্টিংয়ের অধীনে দিল্লী
একদম তলানিতে থেকে খেলা শেষ করেছিল। তবে ২০১৯, ২০২০ এবং ২০২১
সালের আসরে প্লে-অফে খেলে দিল্লী। ২০২০ সালের আসরে দিল্লী প্রথমবারের মত আইপিএলের
ফাইনালে খেলে। তবে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে সেবার রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে
হয় পন্টিংয়ের দলকে।
আইপিএলের সর্বশেষ তিন আসরে প্লে-অফে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছে দিল্লী। সর্বশেষ আসরে ষষ্ঠ হয়ে খেলা শেষ করেছে দলটি। ১৪ ম্যাচের মধ্যে ৭ ম্যাচে হেরেছে, ৭টিতে জিতেছে।
নিজেদের সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্ট করে পন্টিংয়ের বিদায়ের বিষয়টি নিশ্চিত করেছে দিল্লী ক্যাপিটালস কর্তৃপক্ষ। দিল্লী জানিয়েছে, ‘আমরা আমাদের প্রধান কোচ থেকে মুভ অন করার চেষ্টা করছি, যা ভাষায় প্রকাশ করা আমাদের জন্য অনেকটাই কঠিন। প্রতিবার আপনি আমাদের চারটি শব্দের কথা বলেছেন - কেয়ার, কমিটমেন্ট, অ্যাটিটিউড এবং এফোর্ট। এর মাধ্যমে আমাদের সাতটি মৌসুম একসাথে ফুটে উঠছে। যা আমাদের আরও ভালো হতে সাহায্য করেছে, অবশ্যই খেলোয়াড় হিসেবে তবে তার চেয়েও বেশি মানুষ হিসেবে। সাত মৌসুমের ট্রেনিং সেশনে আপনার সবার আগে পৌঁছানো এবং সবার শেষে ফেরা। স্ট্র্যাটেজিক টাইমআউটের সময় আপনার দৌড়ে বেরিয়ে আসা।’
পোস্টে আরও লেখা হয়েছে, ‘সাত মৌসুমে আপনার ড্রেসিংরুমের বাণীগুলো, আহা তা নিয়ে আলাদা পোস্ট আসছে। সাত মৌসুমে আপনার আলিঙ্গন, আপনার পিঠ চাপড়ে দেওয়া, মুষ্ঠিবদ্ধ উদযাপন – সবকিছু, সবার জন্য – তারকাদের জন্য, নতুনদের জন্য। সবকিছুর জন্য ধন্যবাদ, কোচ!’
পন্টিং দায়িত্ব ছাড়লেও দিল্লী ক্যাপিটালসের বাকি কোচিং স্টাফ ঠিকঠাকই থাকছে। ডিরেক্টর অব ক্রিকেটের দায়িত্বে থাকছেন সৌরভ গাঙ্গুলী, সহকারী কোচ প্রভিন আমরে, বোলিং কোচ জেমস হোপস এবং ফিল্ডিং কোচ বিজু জর্জ।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime
Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।