‘দুই পাশ থেকে আমি বল করলে ভালো হতো’

Siam ChowdhurySenior Sub-Editor
প্রকাশিত হয়েছে - 2024-10-22T18:42:56+06:00
আপডেট হয়েছে - 2024-10-22T18:42:56+06:00
স্পিন পিচ বিবেচনায় ঢাকা টেস্টে বাংলাদেশ খেলতে নেমেছে মাত্র এক পেসার নিয়ে। একমাত্র পেসার হাসান মাহমুদ বল হাতে ভালোও করছেন। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার পেসারদের সামলাতেও হিমশিম খাচ্ছে টাইগাররা। স্বভাবতই প্রশ্ন উঠছে- একাদশে আরও একজন পেসার কি রাখতে পারত বাংলাদেশ?
সংবাদ সম্মেলনে বারবার ঘুরেফিরে এক প্রশ্ন আসতে দেখে শেষপর্যন্ত একটু রসিকতাই করে বসলেন হাসান। বললেন, 'দুই পাশ থেকে আমি করলে আরও ভালো হতো (হাসি)।'
তবে বিশদ ব্যাখ্যায় জানালেন, একমাত্র পেসার হিসেবে অন্য প্রান্তে আরেক পেসারের প্রয়োজনীয়তা এখনও অনুভব করেননি তিনি। হাসান বলেন, 'আমার কাছে মনে হয় সব বোলারের দায়িত্ব একই থাকে উইকেট শিকার করা। এক পেসার হোক, দুই পেসার হোক। যেহেতু আমাকে বেছে নেওয়া হয়েছে, আমার কাজ হলো কীভাবে উইকেট নেওয়া যায়, পার্টনারশিপ বোলিং করা যায়। এক পেসার কি দুই পেসার এটা সম্পূর্ণ উনাদের বিষয়। তাইজুল ভাই অনেক ভালো বল করেছে এক্ষেত্রে।'
তবে বোলিং পার্টনারশিপে একজন পেসারের জন্য অপর প্রান্তে আরেক পেসার থাকলে সুবিধা হয় কি না, সেই প্রশ্নও করা হয় হাসানকে।
জবাবে তিনি বলেন, 'আমি তো ফিল্ডার
অনুযায়ী বল করার চেষ্টা করি। অপর দিক থেকে যে করবে, সে মেডেন ওভার নিতে চাইলে সেরা
বোলিংই করবে। দুজন কথা বলেই বল করা হয়- কীভাবে রান আটকানো যায়, বাউন্ডারি না দিয়ে বা
বাজে বল না করে। স্পিনার এক পাশ দিয়ে, পেসার এক পাশ দিয়ে এতে সমস্যা নেই, করা যায়।'
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।