██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

ধোনি ভারতের সবচেয়ে সফল অধিনায়ক : গম্ভীর

ধোনিকে প্রশংসায় ভাসিয়েছেন গম্ভীর

ধোনি ভারতের সবচেয়ে সফল অধিনায়ক : গম্ভীর

প্রকাশিত হয়েছে - 2024-04-08T15:23:01+06:00

আপডেট হয়েছে - 2024-04-08T15:23:01+06:00

আইপিএলে আজ (সোমবার) কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস। ম্যাচটিতে শুধু দুইদলই নয়, লড়বেন ভারতীয় দুই সতীর্থও। যেখানে মহেন্দ্র সিং ধোনি মাঠে থাকলেও গৌতম গম্ভীর থাকবেন ডাগআউটে। ম্যাচের আগে ধোনিকে প্রশংসায় ভাসিয়েছেন গম্ভীর। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]


গৌতম গম্ভীর 

আইপিএলে দীর্ঘদিন কলকাতার হয়ে খেলেছেন গম্ভীর। কলকাতাকে দুইটি শিরোপা জিতিয়ে এখন রয়েছেন কেকেআরের মেন্টরের দায়িত্বে। অন্যদিকে চেন্নাইকে পাঁচ বার আইপিএল শিরোপা জিতিয়েছেন ধোনি। ভারতের হয়েও জিতেছেন সম্ভাব্য সব আইসিসি টুর্নামেন্ট। নেতৃত্ব ছাড়লেও খেলা চালিয়ে যাচ্ছেন এই তারকা। 

বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।



ধোনিকে ভারতের সবচেয়ে সফল অধিনায়ক আখ্যা দিয়ে গম্ভীর বলেন, আমি মনে করি না কেউ এই পর্যায়ে পৌঁছাতে পারবে।


স্টার স্পোর্টসকে গম্ভীর বলেন, “ আমি জিততে চাই। আমার মন খুবই পরিস্কার-বন্ধুত্ব, সম্মান সবকিছুই থাকবে। তবে আপনি যখন মাঠে থাকবেন আমি কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক এবং সে (ধোনি) চেন্নাই সুপার কিংসের অধিনায়ক সে-ও (ধোনি) একই কথা বলবে। সবকিছুই জেতার উপর।"


"অবশ্যই ধোনি ভারতের সবচেয়ে সফল অধিনায়ক। আমি মনে করি না কেউ সেই পর্যায়ে পৌঁছাতে পারবে। তিনটি আইসিসি ট্রফি জেতা যেকোন কিছুর চেয়ে বড়।”


কলকাতা-চেন্নাইয়ের লড়াই নিয়ে আলোচনা করেন গম্ভীর। ব্যাখ্যা করেন ধোনির নেতৃত্ব, চেন্নাইয়ের লড়াকু মানসিকতার।


গম্ভীর বলেন, “ তাদের যদি ওভারে ২০ রানও লাগত, ধোনি উইকেটে থাকলে ম্যাচ শেষ করে আসতে পারত। একইসাথে আমিও জানতাম, আমার বোলিং আক্রমণ চেন্নাই সুপার কিংসের যে কাউকে চ্যালেঞ্জ জানানোর মত।"


"আমি জানতাম আমাকে কৌশলগতভাবে তার থেকে ভালো হতে হবে সে মাঠে আগ্রাসী না হলেও হাল ছেড়ে দেয় না। চেন্নাই এমন এক দল যাদের বিরুদ্ধে শেষ বল পর্যন্ত আমি বলতে পারবেন না আপনি জিতছেন।”


ভারতের হয়ে একইসাথে টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ওয়ানডে বিশ্বকাপ জিতেছেন গৌতম গম্ভীর ও মহেন্দ্র সিং ধোনি। ২০০৭ সালে ধোনির নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে বড় অবদান ছিল গম্ভীরের। আবার ২০১১ সালেও ধোনি-গম্ভীর বিশ্বকাপ ফাইনালে শতাধিক রানের জুটি গড়ে ভারতকে এনে দেন দ্বিতীয় ওয়ানডে বিশ্বকাপ ট্রফি।



বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।



একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.