নরকিয়া-বাভুমার চোট, অজিদের বিপক্ষে প্রোটিয়াদের অধিনায়ক মার্করাম
শনির দশা লেগেছে প্রোটিয়া শিবিরে।

নরকিয়া-বাভুমার চোট, অজিদের বিপক্ষে প্রোটিয়াদের অধিনায়ক মার্করাম
রাইসান কবিরক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2023-09-15T16:18:33+06:00
আপডেট হয়েছে - 2023-09-15T16:18:33+06:00
বিশ্বকাপের আগে চোট জেঁকে বসেছে যেন পুরো ক্রিকেট দুনিয়ায়। সব দলেই পাওয়া যাচ্ছে কিছু না কিছু চোটের খবর। এবার চোটে পড়লেন দক্ষিণ আফ্রিকার দুই ক্রিকেটার অ্যানরিখ নরকিয়া এবং টেম্বা বাভুমা।
চতুর্থ ওয়ানডেতে প্রোটিয়াদের অধিনায়ক মার্করাম। ছবি : গেটি ইমেজস
বর্তমানে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে ওয়ানডে সিরিজ খেলছে দক্ষিণ আফ্রিকা। সেখানে পাঁচ ম্যাচের সিরিজে তিন ম্যাচ শেষে ২-১ ব্যবধানে এগিয়ে আছে অস্ট্রেলিয়া। সিরিজের বাকি অংশে পিঠের চোটের কারণে খেলা হচ্ছে না পেসার নরকিয়ার। এছাড়া সাইড স্ট্রেনের চোটে ভুগছেন অধিনায়ক বাভুমা। তার পরিবর্তে সিরিজের চতুর্থ ম্যাচে অধিনায়কত্ব করবেন এইডেন মার্করাম। বাভুমার চোট খুব বেশি গুরুতর নয়। তবে সামনে ব্যস্ত সূচি থাকায় সতর্কতাবশত তাকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকা।
নরকিয়া সিরিজের তৃতীয় ম্যাচেও চোটের কারণে খেলেননি। স্ক্যান করানো সম্পন্ন হলেও আপাতত বোলিং করছেন না তিনি। চলতি সপ্তাহের শেষ দিক থেকে বোলিং শুরু করবেন এই পেসার। অন্যদিকে সবকিছু ঠিক থাকলে সিরিজের পঞ্চম ম্যাচেই দলে ফিরতে পারেন নিয়মিত অধিনায়ক বাভুমা।
পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের চতুর্থ ম্যাচে আজ বাংলাদেশ সময় বিকাল ৫টায় মুখোমুখি হতে যাচ্ছে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা। আপাতত ২-১ ব্যবধানে পিছিয়ে থাকা প্রোটিয়ারা যেকোনো মূল্যে জিততে চাইবে এই ম্যাচে। এর আগে টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে জিতেছিল অস্ট্রেলিয়া।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি। বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।