██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

নান্নু ভাই, রাজ্জাক, বাশার তো আর রিয়াদের শত্রু না : সুজন

মাহমুদউল্লাহকে বাদ দেওয়ার পেছনে যৌক্তিক কোনো কারণ না বললেও খালেদ মাহমুদের বিশ্বাস এই অভিজ্ঞ ক্রিকেটার লড়াই করেই আবারও জাতীয় দলে ফিরবেন।

নান্নু ভাই, রাজ্জাক, বাশার তো আর রিয়াদের শত্রু না : সুজন
Afrid Mahmud Rifat

Afrid Mahmud Rifatক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত হয়েছে - 2023-08-16T12:44:34+06:00

আপডেট হয়েছে - 2023-08-16T12:44:34+06:00

মাহমুদউল্লাহকে কেনো নির্বাচক প্যানেল বিবেচনায় রাখেননি সেই প্রশ্ন মাহমুদ করার কোনো অধিনায়ক নেই বললেন। সেই সঙ্গে একজন ক্রিকেটারকে নেওয়ার ক্ষেত্রে কোচের পছন্দ-অপছন্দ থাকতেই পারে বলেছেন মাহমুদ।

কোচের-পছন্দ-অপছন্দের-প্লেয়ার-থাকাটা-স্বাভাবিকভাবে-দেখছেন-সুজন

প্রথম দফায় হাথুরুসিংহে মাহমুদউল্লাহকে দল থেকে বাদ দিয়েছিলেন। শ্রীলঙ্কা সফরে তাঁকে নিয়ে যেতেই চাননি হাথুরু। পরে অবশ্য তখনকার অধিনায়ক মাশরাফি অনেকটা জোর করেই এই অভিজ্ঞ ব্যাটসম্যানকে শ্রীলঙ্কায় নিয়ে গিয়েছিলেন। এবার তো মাহমুদউল্লাহর ক্যারিয়ারের ইতি টানাই হয়ে গেছে বলতে গেলে।

এশিয়া কাপের দলে সুযোগ হয়নি মাহমুদউল্লাহর। খালেদ মাহমুদ বললেন- একজন কোচের পছন্দ বা অপছন্দের ক্রিকেটার থাকতেই পারে। সেটিকে তিনি স্বাভাবিকভাবেই নিচ্ছেন। তবে মাহমুদউল্লাহ নিজেকে প্রমাণ করে জাতীয় দলে ফেরার কথাও বললেন মাহমুদ।

বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।

“দেখুন, আমার কথা হচ্ছে পছন্দ-অপছন্দ থাকবেই। কোচের থাকাটাও অস্বাভাবিক কিছু নয়। কোনো কোচ প্রকাশ করেন, কেউ প্রকাশ্যে আনেন না। কিন্তু এটা তো পরের ব্যাপার। দিনশেষে আমরা যখন এখানে দাঁড়িয়ে কথা বলি সেটা আমরা বাংলাদেশ ক্রিকেট নিয়েই কথা বলি। এটা আসলে অনেক বড় মঞ্চ। একটা খালেদ মাহমুদ সুজনকে দিয়ে বাংলাদেশ ক্রিকেটকে বোঝানো যাবে না।”

তিনি আরও যোগ করেন, “সুতরাং আমি এসব নিয়ে কষ্ট পাচ্ছি না। রিয়াদের ফাইট করার সামর্থ্য আছে। আমি বিশ্বাস করি ও ফাইট করে আবারও ফিরবে। সামনে খেলা আছে, ডিপিএল আছে। সেখানেই সে প্রমাণ দিবে। আমি এটাও বলি যে প্রমাণ বা জবাব- এগুলো ভুল কথা আসলে। একটা প্লেয়ার নিজস্ব মেধা সে পারফর্ম করবে। তাঁকে বাছাই করার জন্য বোর্ড একটা নির্বাচক প্যানেল আছে।”

কোনো সিরিজ বা টুর্নামেন্টের জন্য দল বাছাই করেন নির্বাচক প্যানেল। পরবর্তীতে সেটি বোর্ডে উপস্থাপন করানো হয়। এক্ষেত্রে সাধারণ দর্শক অনেকটাই নির্বাচক প্যানেলকেই দুষেন। তবে মাহমুদ মনে করিয়ে দিলেন নির্বাচক প্যানেলের সদস্য আব্দুর রাজ্জাক একটা সময় জাতীয় পর্যায়ে মাহমুদউল্লাহর সঙ্গে খেলেছেন।

ব্যক্তিকেন্দ্রিক-চিন্তা-না-করে-দলকেন্দ্রিক-চিন্তা-করার-আহ্বান-সুজনের

“এখন আপনারা কি বলবেন নান্নু ভাই, বাশার, রাজ্জাক রিয়াদের শত্রু? কোনোদিনই না। রাজ্জাk আর রিয়াদ তো এক সঙ্গেই খেলেছে। উনারা হয়তোবা পরিকল্পনা করেন, চিন্তা করেন। সব পরিকল্পনা তো আমার জানা উচিত না। আমি তো আর নান্নু ভাইকে গিয়ে জিজ্ঞাসা করব না আপনি কেন রিয়াদকে বাদ দিলেন। আমি যদি উনাকে এই প্রশ্ন জিজ্ঞাসা করি তাহলে উনার উপর চাপ দেওয়া হবে, ছোট করা হবে। আমি মনে করি উনার ক্রিকেট মেধা আছে। উনি বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটসম্যান ছিলেন।”

একটা দল গঠনে কোচ, অধিনায়ক, নির্বাচক প্যানেলের সমন্বয়ে করা হয়। খালেদ মাহমুদের আহ্বান ব্যক্তিকেন্দ্রিক চিন্তা না করে বাংলাদেশ ক্রিকেটের কথা যেন চিন্তা করা হয়।

“পরিকল্পনাটা তাঁরা শেয়ার করেন না এটা তাঁদের দায়িত্বের মধ্যে নেই যে আমাকে বলবে। সুতরাং হেড কোচ থাকে, অধিনায়ক থাকে। সবমিলিয়ে তো দল গঠন করা হয়। আমার মনে হয় আমরা ব্যাক্তিকেন্দ্রিক না হয়ে বাংলাদেশের ক্রিকেটের কথা চিন্তা করি।”

বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.