নিউজিল্যান্ড সিরিজের স্কোয়াডে পরিবর্তন আনার কারণ জানালেন নান্নু
ভালো করতে আশাবাদী নান্নু।

নিউজিল্যান্ড সিরিজের স্কোয়াডে পরিবর্তন আনার কারণ জানালেন নান্নু
রাইসান কবিরক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2023-11-18T22:30:19+06:00
আপডেট হয়েছে - 2023-11-18T22:30:19+06:00
চলতি মাসের শেষ দিকে নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজে মাঠে নামবে বাংলাদেশ। দুই টেস্টের সেই সিরিজের জন্য ঘোষিত স্কোয়াডে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। সেই পরিবর্তনের ব্যাখ্যা এবং দল নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। [এখানে কুইজ খেলে জিতে নিন মোবাইল]
প্রধান নির্বাচক নান্নু। ফাইল ছবি
জাতীয় দলে একদমই নতুন মুখ হাসান মুরাদ। এছাড়া টেস্ট অভিষেকের অপেক্ষায় থাকা হাসান মাহমুদকেও স্কোয়াডে রাখা হয়েছে। এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজে হাসান মাহমুদ স্কোয়াডে থাকলেও ম্যাচ খেলার সুযোগ পাননি। তাছাড়া দলে ফেরানো হয়েছে নাঈম হাসানকে। এসব পরিবর্তনের ব্যাখ্যা দিয়েছেন নান্নু।
আজ (১৮ নভেম্বর) নান্নু গণমাধ্যমকে জানিয়েছেন, ‘নিউজিল্যান্ড সিরিজে আমাদের অনেক পরিবর্তন আনতে হয়েছে দলে। আফগানিস্তান সিরিজ থেকে ৪ জনকে পাচ্ছি না। অতিরিক্ত পেসার মুশফিক হাসানকে অফ করেছি। ২ জন স্পিনারকে দলে নেওয়া হয়েছে। নাঈম হাসানকে আবার এনেছি দলে, একদম নতুন হাসান মুরাদকে এনেছি দলে। কারণ এনসিএলে, প্রথম শ্রেণির ক্রিকেটে সে (মুরাদ) যথেষ্ট ভালো পারফর্ম করে। হাই পারফরম্যান্সেও ভালো কাজ করেছে। আমরা আশাবাদী সে সুযোগ পেলে নিজেকে মেলে ধরতে পারবে।’
এছাড়া স্কোয়াড নিয়ে নিজের আশাবাদও ব্যক্ত করেছেন নান্নু। নতুন অধিনায়ক নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে নিউজিল্যান্ড সিরিজে ভালো করতে মুখিয়ে আছেন প্রধান নির্বাচক, ‘হাসান মাহমুদকে (দলে) নেওয়া হয়েছে। ওয়েস্ট ইন্ডিজ হোম সিরিজে দলের সাথে ছিল কিন্তু খেলার সুযোগ পায়নি। আমরা আশাবাদী যাদের নিয়েছি তাদের নিয়ে ভালো হোম সিরিজ কাটাতে পারব। টেস্টে নতুন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার নেতৃত্বে যারা সুযোগ পেয়েছে ১৫ জনের স্কোয়াডে আশা করছি তারা সবাই দায়িত্ব নিয়ে খেললে নিউজিল্যান্ডের সাথে হোম সিরিজে আমরা ভালো করতে পারব। আমরা যথেষ্ট আত্মবিশ্বাসী সবাই নিজেকে মেলে ধরতে পারবে এবং ভালো কিছুর অপেক্ষায় আছি।’
আগামী ২৮ নভেম্বর সিলেটে মাঠে গড়াবে সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট ৬ নভেম্বর, ঢাকায়।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।