‘পান্টের ২৫-৩০ কোটি রুপি পাওয়া উচিত’
পান্ট সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ক্রিকেটার হবেন বলে বিশ্বাস উথাপ্পার।

‘পান্টের ২৫-৩০ কোটি রুপি পাওয়া উচিত’
রাইসান কবিরক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2024-11-21T17:31:04+06:00
আপডেট হয়েছে - 2024-11-21T17:31:04+06:00
ঘনিয়ে আসছে আইপিএলের মেগা নিলাম। তার আগে প্লেয়ারদের দরদাম নিয়ে জল্পনা-কল্পনাও ডানা মেলছে। নিলামে কার দাম উঠবে সবচেয়ে বেশি, কার সবচেয়ে কম – সেসব নিয়ে নানা মত দিচ্ছেন ক্রিকেটবোদ্ধারা। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
পান্টকে রিটেইন করেনি দিল্লী। আইপিএলের নিলামে প্লেয়ারদের নিয়ে কাড়াকাড়ি প্রায়ই হয়ে
থাকে। এবার মেগা নিলাম হওয়ার ফলে বেশ বড় কিছু নাম উঠবে আইপিএলের নিলামে। তেমনই এক
বড় নাম হতে যাচ্ছেন ভারতের উইকেটরক্ষক ব্যাটার রিশভ পান্ট। পুরনো দল দিল্লী
ক্যাপিটালস তাকে রিটেইন না করে ছেড়ে দিয়েছে নিলামের জন্য। ওপেনিং ব্যাটার, সাথে উইকেটকিপিংটাও ভালো পারেন আবার অধিনায়কত্বের অভিজ্ঞতাও আছে। এমন
ক্রিকেটারকেই তো দলে চায় আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো। ফলে পান্টকে নিলে নিলামে
কাড়াকাড়ি হবে বলেই ধারণা করা যাচ্ছে।
ভারতের দুই সাবেক ক্রিকেটার সুরেশ রায়না এবং রবিন উথাপ্পা মনে করছেন নিলাম থেকে পান্টের অন্তত ২৫ কোটি রুপি পাওয়া উচিত। সর্বশেষ আসরের নিলামে আলোড়ন তুলেছিলেন দুই অস্ট্রেলিয়ান বোলার প্যাট কামিন্স এবং মিচেল স্টার্ক। কামিন্সকে ২০ কোটি ৫০ লাখ রুপিতে দলে নেয় সানরাইজার্স হায়দরাবাদ, করেছিল অধিনায়কও। অন্যদিকে ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে মিচেল স্টার্ককে দলে টানে কলকাতা নাইট রাইডার্স। আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ক্রিকেটার স্টার্কই। সেই উদাহরণ টেনেই সুরেশ রায়না বলেছেন, পান্টের ২৫-৩০ কোটি রুপি পাওয়া উচিত।
সম্প্রতি ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে রায়না বলেছেন, ‘এটিকে সুযোগ হিসেবে দেখা উচিত আমাদের। যদি অস্ট্রেলিয়ান খেলোয়াড়দের দেখেন, তারা মোটা অঙ্কের পারিশ্রমিক পাচ্ছে। তাহলে আমাদের খেলোয়াড়রা কেন পাবে না? পান্ট একজন অধিনায়ক, অসাধারণ খেলোয়াড় এবং অসাধারণ উইকেটকিপার। যদি তার ব্র্যান্ড ভ্যালু দেখেন, সে এনডোর্সমেন্টের জন্য ভালো একজন, তাই তারও ২৫, ৩০ কোটি রুপি পাওয়া উচিত, যা তার প্রাপ্য।’
এছাড়া জিও সিনেমার সাথে আলাপকালে রবিন উথাপ্পাও রায়নার সুরে সুর মিলিয়েছেন। উথাপ্পা বলেছেন, ‘আমার মনে হচ্ছে, রিশাভ পান্ট ২৫ থেকে ২৮ কোটির কাছাকাছি পাবে। সে অবশ্যই মোটা অঙ্কের অর্থ পাবে এবং এই নিলামে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া খেলোয়াড় হবে।’
আগামী ২৪ এবং ২৫ নভেম্বর সৌদি আরবের জেদ্দাতে অনুষ্ঠিত হবে আইপিএলের মেগা নিলাম। আগামী ৩ মৌসুমের জন্য ক্রিকেটারদের দলে টানবে ফ্র্যাঞ্চাইজিগুলো।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।