পেছাল 'এ' দলের পাকিস্তান যাত্রা
আজ পাকিস্তানের উদ্দেশ্যে দেশ ছাড়ার কথা ছিল বাংলাদেশ 'এ' দলের

তালহা তানীমContributor
প্রকাশিত হয়েছে - 2024-08-06T00:52:26+06:00
আপডেট হয়েছে - 2024-08-06T00:52:26+06:00
অনিবার্য কারণে পিছিয়ে গেছে বাংলাদেশ 'এ' দলের পাকিস্তান সফর। আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার রাতে খবরটি নিশ্চিত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
'এ' দলের হয়ে খেলতে দেখা যাবে মুশফিক-মুমিনুলকে
পদত্যাগ করেছেন দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বন্ধ ঘোষণা করা হয়েছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। বিদ্যমান পরিস্থিতিতে অন্তত দুই দিনের জন্য পিছিয়ে গেছে বাংলাদেশ ‘এ’ দলের পাকিস্তান সফর। আজ সকালে ‘এ’ দলের পাকিস্তানের উদ্দেশে দেশ ছাড়ার কথা ছিল। কিন্তু সন্ধ্যায় বিসিবি সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, ‘অনিবার্য কারণবশত’ সফরটি অন্তত ৪৮ ঘণ্টার জন্য পিছিয়ে দেওয়া হয়েছে। এ নিয়ে পিসিবির সঙ্গে বিসিবির যোগাযোগ অব্যাহত আছে।
পাকিস্তান সফরে দুটি চার দিনের ম্যাচের পাশাপাশি তিনটি ৫০ ওভারের ম্যাচ খেলার কথা ‘এ’ দলের। এই সফরের জন্য চট্টগ্রামে প্রায় দুই সপ্তাহের প্রস্তুতি ক্যাম্প করেছেন ক্রিকেটাররা। এনামুল হককে চার দিনের ম্যাচ ও তাওহীদ হৃদয়কে এক দিনের ম্যাচগুলোর জন্য অধিনায়ক করে ভিন্ন ভিন্ন দল ঘোষণা করেছে বিসিবি। 'এ' দলের এই সিরিজে খেলবেন সাবেক দুই টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম এবং মুমিনুল হক।
চট্টগ্রাম থেকে ফিরে গত শনিবার ঢাকায় শুরুর কথা ছিল অনুশীলন পর্ব। তবে আবহাওয়াজনিত কারণে সেদিন শুধু ফিটনেস পরীক্ষা দেন ক্রিকেটাররা। পরে অনিবার্য কারণ দেখিয়ে বাতিল করা হয় রোববার ও সোমবারের অনুশীলন।
‘এ’ দলের পাশাপাশি বাংলাদেশ জাতীয় দলেরও পাকিস্তান সফরের কথা রয়েছে। সব ঠিক থাকলে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দুইটি ম্যাচ খেলতে পাকিস্তান সফরের কথা রয়েছে।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।