প্রিটোরিয়া ক্যাপিটালসের প্রধান কোচের দায়িত্বে ট্রট
আফগানিস্তানের সাথে ডিসেম্বর পর্যন্ত চুক্তি আছে ট্রটের।

প্রিটোরিয়া ক্যাপিটালসের প্রধান কোচের দায়িত্বে ট্রট
রাইসান কবিরক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2024-07-29T20:31:26+06:00
আপডেট হয়েছে - 2024-07-29T20:31:26+06:00
দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ২০ টুর্নামেন্টের দল প্রিটোরিয়া ক্যাপিটালসের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন জোনাথন ট্রট। গ্রাহাম ফোর্ডের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন ট্রট। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
জোনাথন ট্রট। ছবি : গেটি ইমেজস
বর্তমানে আফগানিস্তান জাতীয় দলের প্রধান কোচের
দায়িত্বে আছেন ট্রট। ২০২২ সাল থেকে এই দায়িত্বে আছেন তিনি। চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত
আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সাথে চুক্তি আছেন ট্রটের। অন্যদিকে এসএ২০ এর পরবর্তী
আসর মাঠে গড়াবে ২০২৫ সালের জানুয়ারি মাসে। ফলে আপাতদৃষ্টিতে আন্তর্জাতিক দলের
দায়িত্বের সাথে এসএ২০ সাংঘর্ষিক হচ্ছে না।
কিন্তু আফগানিস্তানের সাথে যদি ট্রট চুক্তি বাড়ানোর সিদ্ধান্ত নেন সেক্ষেত্রে তা সাংঘর্ষিক হতে পারে। যদিও ট্রটের পক্ষ থেকে এই বিষয়ে পরিষ্কার করে কিছু জানানো হয়নি। এসএ২০ এর সর্বশেষ আসরে প্রিটোরিয়াসের ফলাফল ভালো হয়নি। মাত্র ৩ ম্যাচ জিতে ৫ম হয়ে টুর্নামেন্ট শেষ করে দলটি। তবে ২০২৩ সালে টুর্নামেন্টের প্রথম আসরে টেবিল টপার হয়ে ফাইনালে হেরে রানার্সআপ হয়েছিল তারা।
এবার ভাগ্য বদলের আশায় ফোর্ডের বদলে ট্রটকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে প্রিটোরিয়া ক্যাপিটালস। আফগানিস্তানের দায়িত্বে দারুণ সফল ট্রট। তার অধীনে সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে খেলেছে আফগানরা। জয় পেয়েছে অস্ট্রেলিয়া, বাংলাদেশ, নিউজিল্যান্ডের মত দলের বিপক্ষে।
ইংল্যান্ডের সীমিত ওভারের দলের নতুন কোচের তালিকাতেও সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী হিসেবে আছেন ট্রট। ম্যাথু মটের ভাগ্য ঝুলছে সুতোয়। ইংল্যান্ডের অনূর্ধ্ব-১৯ এবং লায়ন্স দলে কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে ট্রটের।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের
সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর
থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার
ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং
দিয়ে উৎসাহী করুন।