ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট, ন্যাচারাল ট্যালেন্ট আর পরিশ্রম- আফগানদের রহস্য

Siam ChowdhurySenior Sub-Editor
প্রকাশিত হয়েছে - 2024-07-12T17:07:23+06:00
আপডেট হয়েছে - 2024-07-12T17:07:23+06:00
২০০৯ সালে আফগানিস্তান যখন ওয়ানডে স্ট্যাটাস পেল, বাংলাদেশের ক্রিকেট তখন একের পর এক চমক দেখাচ্ছে বড় বড় দলগুলোকে হারিয়ে। সেই আফগানিস্তান ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে খেলেছে, বাংলাদেশ এখনও চমক জাগানো আর সমীহ জাগানো ক্রিকেটেই আটকে আছে। আফগান ক্রিকেটের এই দ্রুততর উন্নতির রহস্য কী?
আফগানিস্তানের ক্রিকেটকে গভীরভাবে দেখা এবং সার্ভিস দেওয়া অলরাউন্ডার মোহাম্মদ নবী জানালেন সেই 'রহস্য'। তার মতে, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আফগানদের ঝাঁকে ঝাঁকে অংশগ্রহণ, প্রকৃতিপ্রদত্ত মেধা, কঠোর পরিশ্রম আর দলীয় একতাই আফগানিস্তানের ক্রিকেটকে এত কম সময়ে এই পর্যায়ে নিয়ে এসেছে।
শ্রীলঙ্কায় বিডিক্রিকটাইমের সাথে আলাপকালে নবী বলেন, 'বিশ্বকাপে আফগানিস্তানের পারফরম্যান্স সত্যিই ভালো ছিল। আল্লাহর রহমতে আমরা বড় বড় দলকে হারিয়েছি। প্রথমবারের মতো সেমিফাইনাল খেলা, আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জন এটাই। পুরো দল হয়ে আমরা বিশ্বকাপে লড়েছি। সবাই নিজেদের নিংড়ে দিয়েছে।'
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট আফগানিস্তানের ক্রিকেটের উন্নতিতে অবদান রাখছে কি না- এমন প্রশ্নের জবাব দিতে গিয়ে নবী জানালেন আফগান ক্রিকেটের উন্নতির চাবিকাঠিগুলো কী।
'অনেক বড় ভূমিকা আছে। আমরা বিশ্বের প্রায় সব লিগেই খেলি। এই অভিজ্ঞতা জাতীয় দলে কাজে লাগে। অনেকগুলোই আছে। ন্যাচারাল ট্যালেন্ট। আমরা অনেক পরিশ্রম করি। আর দল হিসেবে খেলি। এটাই সাফল্যের রহস্য।'
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।