বক্সিং ডে টেস্টের অস্ট্রেলিয়া স্কোয়াডে পরিবর্তন
মেলবোর্ন টেস্টের আগে স্কোয়াডে পরিবর্তন এনেছে অজিরা।

বক্সিং ডে টেস্টের অস্ট্রেলিয়া স্কোয়াডে পরিবর্তন
রাইসান কবিরক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2023-12-18T15:30:21+06:00
আপডেট হয়েছে - 2023-12-18T15:30:21+06:00
পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের শুরুটা দারুণভাবে করেছে অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচে শান মাসুদের দলকে ৩৬০ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়েছে প্যাট কামিন্সের দল। এবার সামনে বক্সিং ডে টেস্ট।
ল্যান্স মরিস। ছবি : গেটি ইমেজস
সিরিজের দ্বিতীয় টেস্ট বক্সিং ডে টেস্ট। মেলবোর্নে আগামী ২৬ ডিসেম্বর মাঠে গড়াবে ম্যাচ। এই টেস্টের আগে পার্থ টেস্টের স্কোয়াড থেকে ১টি পরিবর্তন এনেছে অস্ট্রেলিয়া। দলে থাকা ল্যান্স মরিসকে বিগ ব্যাশে খেলার জন্য ছেড়ে দিয়েছে অজিরা। যার ফলে স্কোয়াডের সদস্যসংখ্যা এখন ১৪ থেকে কমে দাঁড়িয়েছে ১৩তে।
আন্তর্জাতিক ক্রিকেটে এখনও অভিষেকের অপেক্ষায় থাকা পেসার ল্যান্স মরিসের অভিষেক নিয়ে পার্থ টেস্টের আগে বেশ আলোচনা হয়েছে। তবে শেষমেশ নিজেদের চিরচেনা পেসত্রয়ী জশ হ্যাজলউড, প্যাট কামিন্স এবং মিচেল স্টার্কের ওপরই ভরসা রেখেছে অজিরা। এছাড়া স্কোয়াডে আছেন আরেক পেসার স্কট বোল্যান্ড। ফলে মেলবোর্ন টেস্টের আগে ছেড়ে দেওয়া হয়েছে মরিসকে। আগামী ২০ ডিসেম্বর অপটাস স্টেডিয়ামে হোবার্ট হারিকেনসের বিরুদ্ধে ম্যাচে খেলবে মরিসের দল পার্থ স্কর্চার্স। সেই ম্যাচের জন্য এভেইলএবল থাকবেন মরিস।
মরিসকে বিগ ব্যাশে পাঠানো সম্পর্কে অস্ট্রেলিয়ার জাতীয় দলের নির্বাচক জর্জ বেইলি বলেন, ‘ল্যান্সকে মেলবোর্ন ম্যাচের আগে ছেড়ে দেওয়া হয়েছে তবে সে টেস্ট ক্রিকেটের জন্য প্রস্তুত থাকবে। সামনের গ্রীষ্মের জন্য সে আমাদের পরিকল্পনার মধ্যে আছে, যখনই সুযোগ আসবে (তখনই ডাকা হতে পারে)।’
আগামী ২৬ ডিসেম্বর মেলবোর্নে মাঠে গড়াবে তিন ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ। খেলা শুরু হবে বাংলাদেশ সময়য় ভোর সাড়ে ৫টায়। সিরিজে বর্তমানে ১-০ ব্যবধানে এগিয়ে আছে অজিরা।
মেলবোর্ন টেস্টের অস্ট্রেলিয়া স্কোয়াড : ডেভিড ওয়ার্নার, উসমান খাজা, মারনাস লাবুশেন, স্টিভেন স্মিথ, ট্রাভিস হেড, মিচেল মার্শ, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, নাথান লায়ন, জশ হ্যাজলউড, ক্যামেরন গ্রিন, স্কট বোল্যান্ড।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।