██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

বল হাতে সাকিবের ১ উইকেট, তবুও হারল গল

মাত্র ২০ রান খরচায় ১ উইকেট শিকার করেছেন সাকিব।

বল হাতে সাকিবের ১ উইকেট, তবুও হারল গল

বল হাতে সাকিবের ১ উইকেট, তবুও হারল গল

রাইসান কবির

রাইসান কবিরক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত হয়েছে - 2023-08-11T23:50:56+06:00

আপডেট হয়েছে - 2023-08-11T23:50:56+06:00

Dambulla Aura vs Galle Titans

সমাপ্ত
T2014th MatchLanka Premier League11-Aug-20232:00 PM

R.Premadasa Stadium, Khettarama

Dambulla Aura
Dambulla Aura
134/3 (17.4)
Galle Titans
Galle Titans
133/9 (20)

Dambulla Aura won by 7 wickets

ম্যান অব দ্য ম্যাচAvishka Fernando (Sri Lanka)

লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) ডাম্বুলা আরের কাছে ৭ উইকেটে হেরেছে সাকিব আল হাসানের দল গল টাইটান্স। দিনটা ভালো-মন্দের মিশেলে কেটেছে সাকিবের। ব্যাট হাতে ১৩ বলে ১৩ রানের ইনিংস খেলার পাশাপাশি বল হাতে কিপটে বোলিংয়ে ২০ রান দিয়ে ১ উইকেট শিকার করেছেন টাইগার অলরাউন্ডার।

বল হাতে দুর্দান্ত ছিলেন সাকিব, তবে জেতাতে পারেননি দলকে। ছবি : শ্রীলঙ্কা ক্রিকেট

কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টসে জিতে আগে গলকে ব্যাটিংয়ে পাঠায় ডাম্বুলা। ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি গলের। দলের ২৫ রানের মধ্যেই সাজঘরে ফিরে যান দুই ওপেনার টিম সেইফার্ট এবং শেভন ড্যানিয়েল। ১২ বলে ১৫ রানের ইনিংস খেলেন সেইফার্ট। অন্যদিকে ড্যানিয়েল করেন ৭ বলে ৫ রান। পাওয়ারপ্লের ৬ ওভার থেকে ২ উইকেট হারিয়ে ৩৬ রান তোলে গল।

এরপর তিনে নামা চ্যাড ভোস ভালো শুরু পেলেও ইনিংস লম্বা করতে ব্যর্থ হয়েছেন। ১৮ বলে ২২ রান করে সাজঘরে ফিরেছেন তিনি। সাকিব আল হাসানও ব্যাট হাতে ছিলেন বিবর্ণ। করেছেন ১৩ বলে ১৩ রান। শেষ দিকে গলের হয়ে ঝড় তোলেন অধিনায়ক দাসুন শানাকা। তার ২৬ বলে ৩৬ রানের ক্যামিও ইনিংসটিই গলের ইনিংসের একমাত্র বলার মত ইনিংস। নির্ধারিত ২০ ওভারের খেলা শেষে ৯ উইকেট হারিয়ে টেনেটুনে ১৩৩ রানের সংগ্রহ দাঁড় করায় গল।


ডাম্বুলার হয়ে ২ উইকেট শিকার করেন দুশান হেমন্থ। এছাড়া ১টি করে উইকেট নেন নুর আহমেদ, হেইডেন কার, ধনঞ্জয়া ডি সিলভা, হাসান আলী এবং বিনুরা ফার্নান্দো।

১৩ বলে ১৩ রান করেছেন সাকিব। ছবি : শ্রীলঙ্কা ক্রিকেট

জবাব দিতে নেমে ভালো শুরু পায় ডাম্বুলা। দুই ওপেনার কুশল মেন্ডিস এবং আভিশকা ফার্নান্দো দুজন শুরু করেন দুই মেরুতে দাঁড়িয়ে। মেন্ডিস ধীরেসুস্থে আগালেও ফার্নান্দো ছিলেন আগ্রাসী। পাওয়ারপ্লের ৬ ওভার থেকে বিনা উইকেটে ৪০ রান তোলে ডাম্বুলা।

 

উদ্বোধনী জুটি থেকে রান আসে ৪৭। ২৪ বলে ১৮ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরে যান কুশল। এক প্রান্ত আগলে রেখে ঠিকই এগিয়ে যাচ্ছিলেন ফার্নান্দো। তিনে নামা সাদিরা সামারাবিক্রমা ভালো শুরু করলেও বড় ইনিংস খেলতে পারেননি। ১৮ বলে ২৫ রান করে সাজঘরে ফিরেছেন তিনি।


অন্যদিকে আগ্রাসী ব্যাটিংয়ে ক্রমশই দলকে জয়ের বন্দরে নিয়ে যাচ্ছিলেন ফার্নান্দো। দারুণ এক ফিফটিও তুলে নেন এই ওপেনার। এরপর কুশল পেরেরাকে আউট করেন সাকিব। ৮ বলে ৫ রান করে আউট হয়ে যান পেরেরা। শেষ দিকে ধনঞ্জয়া ডি সিলভাকে সাথে নিয়ে দলকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন ফার্নান্দো। ৪৯ বলে অপরাজিত ৭০ রানের বিস্ফোরক এক ইনিংস খেলেন ফার্নান্দো। ১৪ বল হাতে রেখে ৭ উইকেটের দারুণ এক জয় পায় ডাম্বুলা। ৭ বলে ৬ রান করে অপরাজিত ছিলেন ধনঞ্জয়া।   

 কুশল পেরেরাকে ফিরিয়েছেন সাকিব। ছবি : শ্রীলঙ্কা ক্রিকেট

গলের হয়ে বল হাতে দুর্দান্ত ছিলেন সাকিব আল হাসান। মাত্র ২০ রান খরচায় ১ উইকেট শিকার করেন তিনি। এছাড়া ৩১ রান দিয়ে ২ উইকেট তোলেন লাহিরু কুমারা। আরও অনেকে হাত ঘোরালেও তারা ছিলেন উইকেটশুন্য।  

 

এই ম্যাচে হারায় ৬ ম্যাচে গলের পয়েন্ট হল ৪। পয়েন্ট টেবিলের একদম তলানিতে অর্থাৎ ৫ দলের মধ্যে ৫ম স্থানে আছে সাকিবের গল। অন্যদিকে সমান ম্যাচ খেলে ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ডাম্বুলা।



বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি। বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।    

একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.