বাবরের পর স্লো ব্যাটিংয়ের জন্য এবার কোহলির সমলোচনায় ডুল
কদিন আগে পাকিস্তান সুপার লিগে সেঞ্চুরি করেও ধারাভাষ্যকার সাইমন ডুলের সমলোচনা শুনতে হয়েছিল পাকিস্তানের অধিনায়ক বাবর আজমকে।

Afrid Mahmud Rifatক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2023-04-11T18:20:43+06:00
আপডেট হয়েছে - 2023-04-11T18:20:43+06:00
লক্ষ্মৌ সুপার জায়ান্টের বিপক্ষে ৪৪ বলে ৬১ রানের ইনিংস খেলেন বিরাট কোহলি। তারপরও দলীয় স্কোর হয়েছে দুই উইকেটে ২১২।
৪৪-বলে-৬১-রানের-ইনিংস-খেলেন-কোহলি
বেঙ্গালুরুরে কী ম্যাচটাই না হলো সোমবার রাতে। তবে সেসব ছাপিয়ে আলোচনায় কোহলির ব্যাটিং। লক্ষ্মৌর বিপক্ষে আগে ব্যাটিং করে রয়্যাল চ্যালেঞ্জার্স। ডু প্লেসি ও কোহলি যেভাবে শুরু করেছিলেন তাঁতে দলীয় স্কোর ২০০-এর বেশি পার হওয়া অস্বাভাবিক কিছু ছিল না।
প্রথম থেকেই আগ্রাসী থাকা কোহলি হঠাৎ করেই স্লো ব্যাটিং শুরু করেন। মূলত ৪৪ রানের পর তিনি স্লো ব্যাটিং করেন। শেষ পর্যন্ত তাঁর ইনিংস শেষ হয় ৬১ রানে, সেটিও ৪৪ বলে! আর এখানেই আপত্তি ধারাভাষ্যকার সাইমন ডুলের। তিনি কোহলির সমলোচনাই করেন।
“কোহলি তো একেবারে ট্রেনের মতো দ্রুতবেগে ইনিংস শুরু করেছিল। প্রচুর শট খেলছিল। কিন্তু তারপর ১০ বল খেলে মাত্র ৮ রান করল। আসলে নতুন মাইলস্টোন গড়ার বিষয়টি কোহলির মাথায় ঘুরছিল। কিন্তু ম্যাচের সময়ে এইরকম চিন্তা করার সুযোগই থাকে না। হাতে উইকেট রয়েছে, সেই সময়ে আগ্রাসী ব্যাটিংই চালিয়ে যাওয়া উচিত।”
শেষ পর্যন্ত নাটকীয় ম্যাচে জয় হয়েছে লক্ষ্মৌরই। শেষ ওভারে পাঁচ রান প্রয়োজন হলে দ্বিতীয় বলে আউট হন উড। তখনও প্রয়োজন চার রান। পরের দুই বলে তিন রান নেন বিষ্ণু। তবে পঞ্চম বলে হার্শাল প্যাটেলের বলে বড় শট হাঁকাতে গিয়ে ম্যাচের পরিস্থিতি কঠিন করে তোলেন উনাদকাট।
এমনকি শেষ বল করার আগে অপরপ্রান্তে বিষ্ণুকে মানকাড করার চেষ্টাও করেন হার্শাল। তবে সেটি লাগাতে পারেননি। পরের বলটি আভেশ ব্যাটে না লাগাতে পারলেও কিপার কার্তিকের হাত ফসকে যাওয়ায় ম্যাচটি নিজেদের হাত থেকে ফসকে যায় আরসিবির।