
বিপিএলের ড্রাফটের নিয়মকানুন
রাইসান কবিরক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2024-10-12T00:04:35+06:00
আপডেট হয়েছে - 2024-10-12T00:04:35+06:00
আগামী ১৪ অক্টোবর আয়োজিত হবে বিপিএলের আসন্ন মৌসুমের প্লেয়ার্স ড্রাফট। এই ড্রাফটের জন্য কিছু নিয়মকানুন থাকছে ফ্র্যাঞ্চাইজিগুলোর জন্য। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
বিপিএলের আসন্ন মৌসুমের ড্রাফট আগামী ১৪ অক্টোবর।
বিপিএলের আসন্ন মৌসুমের ফ্র্যাঞ্চাইজি চট্টগ্রাম
কিংসের ফ্র্যাঞ্চাইজি নিয়ে যে জটিলতা ছিল, সেটি ড্রাফটের আগে
কেটে গেছে। আগের দেনার প্রথম কিস্তির সঙ্গে ফ্র্যাঞ্চাইজি ফির দেড় কোটি টাকার চেক
জমা দিয়েছে চট্টগ্রাম কিংস। যার ফলে আগামী ১৪ অক্টোবর ড্রাফটের টেবিলে বসতে বাধা
রইল না তাদের।
এছাড়া এবারের ড্রাফটের জন্য ‘টিটিপার্স’ বা ব্যয়সীমা ঠিক করে দিয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গভর্নিং বডি। স্থানীয় প্লেয়ার বা বাংলাদেশি প্লেয়ারদের জন্য চার কোটি টাকা এবং বিদেশি প্লেয়ারদের জন্য সর্বোচ্চ আড়াই লাখ মার্কিন ডলার (তিন কোটি টাকা) খরচ করতে পারবে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি। এর বাইরে সরাসরি চুক্তিতে ক্রিকেটারদের দলে টানার জন্য বাড়তি অর্থ খরচ করতে পারবে ফ্র্যাঞ্চাইজিরা।
আজ (১১ অক্টোবর) আগের আসরে খেলা স্থানীয় খেলোয়াড়দের ধরে রাখা (রিটেইন করা ক্রিকেটার) এবং সরাসরি চুক্তির তালিকা বিসিবিতে জমা দিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। নিয়ম অনুযায়ী পুরনো দলগুলো দুজন করে স্থানীয় প্লেয়ার ধরে রেখেছে এবং একজনের সঙ্গে সরাসরি চুক্তি করতে পেরেছে। নতুন আসা তিন ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ দুজন করে স্থানীয় প্লেয়ারকে দলে টানতে পেরেছে।
ড্রাফট ও ড্রাফটের বাইরে থেকে সব মিলিয়ে ১০ থেকে ১৪ জন স্থানীয় প্লেয়ার দলে রাখতে পারবে অংশগ্রহণকারী দলগুলো। বিদেশিদের ক্ষেত্রে বাঁধাধরা কোনো নিয়ম রাখেনি বিসিবি। আগামী ১৪ অক্টোবর অনুষ্ঠিত হবে বিপিএলের প্লেয়ার্স ড্রাফট।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।