██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

বিপিএলে বৈশ্বিক তারকা আনতে চায় বিসিবি

নিজের ইচ্ছায় বিপিএলের সাথে সম্পৃক্ত হয়েছেন ইউনুস।

বিপিএলে বৈশ্বিক তারকা আনতে চায় বিসিবি

বিপিএলে বৈশ্বিক তারকা আনতে চায় বিসিবি

রাইসান কবির

রাইসান কবিরক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত হয়েছে - 2024-11-04T19:18:53+06:00

আপডেট হয়েছে - 2024-11-04T19:18:53+06:00

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনুসের পরিকল্পনা এবং দিকনির্দেশনার ছোঁয়া থাকবে বিপিএলের আসন্ন মৌসুমে। সর্বশেষ প্যারিস অলিম্পিকেও ব্যবহার করা হয়েছিল শান্তিতে নোবেলবিজয়ী ইউনুসের সামাজিক ব্যবসার মডেল। এবার দেশের টুর্নামেন্টের ব্র্যান্ডিংয়ে কাজ করবেন প্রধান উপদেষ্টা।   [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]

৩০ ডিসেম্বর মাঠে গড়াবে বিপিএলের পরবর্তী আসর। 

বিপিএলের আসন্ন মৌসুম নিয়ে বর্তমানের বোর্ডের পরিকল্পনা বেশ আশা দেখাচ্ছে। খেলা ছাড়িয়ে বিপিএলের মাধ্যমে সামাজিক ব্যবস্থা, রীতিনীতিসহ নানা ব্যাপারকে প্রভাবিত করতে চায় বিসিবি। সেই সাথে বৈশ্বিক তারকাকে আনার চেষ্টাও চালানো হচ্ছে। প্রধান উপদেষ্টা ইউনুস নিজের ইচ্ছাতেই বিপিএলের সাথে সম্পৃক্ত হয়েছেন। সাথে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও ইউনুসকে বিপিএল নিয়ে কাজ করার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন বলে জানালেন বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম।

গণমাধ্যমের সাথে আলাপকালে ফাহিম বলেছেন, ‘আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস যদি মাঠে আসেন, উনি যদি বক্তব্য দেন। আমরা যদি দেখি বিদেশি কোনো হলিউড থেকে অভিনেতা বা নামকরা কোনো ফুটবলার এখানে এসেছে এটার সাথে সংযুক্ত হচ্ছে এটা নিশ্চয়ই মিডিয়াতে আসবে। আমাদের অবশ্যই চেষ্টা থাকবে। বিশ্বজুড়ে প্রচার করার। আমার ধারণা এতদিন যা করতে পেরেছি তার চেয়ে অনেক বেশি এবার করতে পারব।’

 

এছাড়া বৈশ্বিক কোনো তারকাকে বিপিএলে আনার কোনো পরিকল্পনা রয়েছে কিনা সে প্রসঙ্গে ফাহিম বলেন, ‘অবশ্যই আছে। ক্রিকেট হতে পারে ক্রিকেটের বাইরে অন্য খেলা হতে পারে। খেলার বাইরে অন্য কেউ হতে পারে। অনেকগুলো মন্ত্রণালয় যুক্ত থাকবে। অনেক বড় করে করা হচ্ছে এবার। আশা করছি তারাও এখানে ইনভেস্ট করবেন।’

 

এছাড়া দেশের ক্রিকেটের বড় দুই তারকা সাকিব আল হাসান এবং মাশরাফি বিন মুর্তজার বিপিএল খেলা নিয়ে রয়েছে শঙ্কা। এ ব্যাপারে ফাহিম বলেন, ‘আমরা এতদিনে সুপারস্টার তৈরি করতে পারিনি এটাও আমাদের একটা ব্যর্থতা। আমি তো আশা করব এখান থেকে নতুন সুপারস্টাররা গড়ে উঠবে। (মাশরাফি-সাকিব) থাকলে ভালো হত অবশ্যই তাদের একটা ব্র্যান্ড ভ্যালু আছে কোনো সন্দেহ নেই। তবে আমাদের চেষ্টা করতে হবে এই উপলক্ষটাকে সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে দেওয়া, সেই নিয়ে অনেক কাজ হচ্ছে। বিভিন্ন সামাজিক ব্যাপারে সচেতনতা নিয়ে আসার ব্যাপারে বিপিএলকে ব্যবহার করা হবে। খেলার মাঠেই শুধু দেখব না, সারা দেশেই ছড়িয়ে পড়বে কোনো না কোনোভাবে। সাম্প্রতিক আন্দোলনের যে স্পিরিট সেটাকেও আমরা দেখতে পারব বিপিএলের বিভিন্ন পর্যায়ে।’

  বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। 
প্রধান উপদেষ্টা ইউনুসের অন্তর্ভূক্ত হওয়ার ব্যাপারে ফাহিম বলেছেন, ‘আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় প্রধান উপদেষ্টা গত প্যারিস অলিম্পিকে তার অবদান ছিল। আগামী অলিম্পিকের জন্যও তাকে এক অর্থে বুক করা হয়েছে। যেন তিনি থাকেন। এই ধরনের ইভেন্টগুলোকে সামাজিক বিভিন্ন কর্মকান্ডের সাথে কেমন করে সংযুক্ত করতে হয় মানুষকে কীভাবে একটা ঘটনার মধ্যে দিয়ে উজ্জীবিত করে অন্যান্য সামাজিক কর্মকান্ডে জড়িত করা যায় এই ব্যাপারে বোধ হয় আমাদের প্রধান উপদেষ্টার চাইতে ভালো কেউ জানেন না। তিনি নিজেই কিন্তু আগ্রহী হয়ে এসেছেন। সাথে আমাদের ক্রীড়া উপদেষ্টাও এখানে আছে। তিনি তাকে আমন্ত্রণ জানিয়েছেন।’

 

ফাহিমের মতে, ‘নিজের উদ্যোগেই কিন্তু প্রধান উপদেষ্টা এগিয়ে এসেছেন। তার টিম কাজ করছে এটা নিয়ে। কীভাবে এটাকে একটা ব্র্যান্ড হিসেবে গড়ে তোলা যায়। কীভাবে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া যায়। বিশ্ব যেন দেখে বাংলাদেশের এই দিকটা কেমন, খেলা, সমাজ, খাওয়া কেমন, দেখতে কেমন। আশা করি সবাই এটা দেখবে। বাংলাদেশ একটা ব্র্যান্ড হিসেবে পরিচিত পাবে।’


আগামী ৩০ ডিসেম্বর থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে বিপিএলের পরবর্তী আসর।


বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।               

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.