বিশ্বের কোথাও মিরপুরের মতো এত খেলা হয় না : হাথুরুসিংহে
খেলতে নামার আগে মিরপুরের উইকেটের আচরণ বোঝা দুর্বোধ্য, মনে করেন হাথুরুসিংহে।

Siam ChowdhurySenior Sub-Editor
প্রকাশিত হয়েছে - 2023-12-05T11:48:33+06:00
আপডেট হয়েছে - 2023-12-05T11:55:01+06:00
জিতলে তো বটেই, সিরিজ জয়ের জন্য ঢাকা টেস্ট ড্র করলেও চলবে। তবে আগের রাতে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন অসহায় কণ্ঠে বলছিলেন, মিরপুরের উইকেটের যে দশা তাতে ফলাফল বের না হয়ে উপায় নেই। এবার একই অসহায়ত্ব প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের কণ্ঠেও। ঢাকা টেস্ট শুরুর আগে একাদশে পরিবর্তনের প্রশ্নে প্রধান কোচ তাই রেখে দিলেন ধোঁয়াশা।
শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ দল সর্বশেষ টেস্ট খেলেছে আফগানিস্তানের বিপক্ষে। জুনের সেই ম্যাচে বাংলাদেশ খেলতে নামে তিন পেসার নিয়ে। এদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে সিলেটে প্রথম টেস্টে একাদশে ছিলেন মাত্র এক পেসার। ঢাকা টেস্টে পেসারের সংখ্যা বাড়বে, নাকি কমবে?
এমন প্রশ্নের জবাবে হাথুরুসিংহে বলেন, 'এত তথ্য তো দিতে পারব না। আমাদের কথা নিশ্চয়ই নিউজিল্যান্ডও শুনবে। পিচের কন্ডিশনের ওপর নির্ভর করছে। আমরা আমাদের শক্তি অনুযায়ীই খেলব। সিলেটে আমরা ভালো খেলেছি, দারুণ প্রতিদ্বন্দ্বিতা গড়েছি। কন্ডিশন কাজে লাগিয়ে আমাদের শক্তিমত্তা অনুযায়ী কম্বিনেশন সাজিয়েছি।'
মিরপুরের রহস্যময় পিচ নিয়ে দ্বিধায় আছে স্বাগতিক দলও। কোচের ভাষায়, 'এই টেস্ট মিরপুরে, যেখানে মাঝে মাঝে আপনি কয়েকটা সেশন খেলার আগপর্যন্ত পিচ সম্পর্কে বুঝতে পারবেন না। কারণ এখানে অনেক বেশি খেলা হয়। আমার মনে হয় না বিশ্বের আর কোনো ক্রিকেট পিচে এত খেলা হয়। তবে আমরা তেমন একটা পরিবর্তনের কথা এ মুহূর্তে ভাবছি না।'
তবে কন্ডিশন বা পিচ যেমনই হোক, পছন্দ অনুযায়ী একাদশ সাজানোর বিলাসিতা দেখানোর সামর্থ্য বাংলাদেশের আছে- আপাতত এটাই হাথুরুর স্বস্তির কারণ। তিনি বলেন, 'আপনি নিশ্চয়ই কন্ডিশন দেখে কম্বিনেশন সাজাবেন। প্রতিপক্ষ কী করছে আপনার সীমাবদ্ধতা কোথায় এসব টেকটিক্যাল। আফগানিস্তানের বিপক্ষে এখানে সর্বশেষ যে টেস্ট হয়েছে তখন পিচ অন্যরকম ছিল। উইকেট প্রস্তুত করার জন্য অনেক সময় পাওয়া গিয়েছিল। ৩ পেসার নিয়ে খেলা হয়েছিল প্রতিপক্ষের কথা মাথায় রেখে। আমাদের এখন যে স্কিল আছে সে অনুযায়ী খেলব। আমরা এখন যেভাবে ইচ্ছা সেভাবে কম্বিনেশন সাজাতে পারি, এটা বাংলাদেশের জন্য বাড়তি পাওয়া।'
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।