বেঙ্গালুরুর সমর্থক, তবে যেকোনো দল কিনলেই খুশি তানজিম

Siam ChowdhurySenior Sub-Editor
প্রকাশিত হয়েছে - 2024-11-18T15:48:46+06:00
আপডেট হয়েছে - 2024-11-18T15:48:46+06:00
সমর্থক হিসেবে তার প্রথম পছন্দ রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তবে যদি সুযোগ আসে, যেকোনো দলের হয়েই আইপিএল খেললে খুশি হবেন তানজিম হাসান সাকিব। জাতীয় দলের তরুণ এই পেসার নাম দিয়েছিলেন আইপিএলের নিলামে। চূড়ান্ত যাচাই-বাছাই শেষে যে ৫৭৪ ক্রিকেটার রাখা হয়েছে, তাদের মধ্যে আছেন জুনিয়র সাকিবও। এবার বিডিক্রিকটাইমের সাথে কথা বললেন আইপিএল খেলার ইচ্ছা নিয়ে।
অন্য যেকোনো ক্রিকেটারের মতো তানজিমেরও স্বপ্ন আইপিএল খেলার। বিশ্বের সবচেয়ে বড় ও জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার আশা কারই বা না থাকে! তিনি বলেন, 'সব খেলোয়াড়েরই তো আইপিএল খেলার ইচ্ছা থাকে। আইপিএল বিশ্বের বড় ফ্র্যাঞ্চাইজি লিগ। অবশ্যই ইচ্ছা আছে।'
এ সময় আইপিএলে তার প্রিয় দল বা পছন্দের দল জানতে চাইলে তানজিম জানান বিরাট কোহলির রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কথা। তবে অন্য কোনো দলও যদি কিনে তাকে, ক্ষতি নেই, 'আমি আরসিবির ফ্যান। আরসিবির খেলা দেখি, পছন্দ হয়। তবে যেকোনো দল নিলেই খুশি। কারণ আইপিএল খেলা মানে অনেক বড় সুযোগ।'
বিরাট কোহলিকে আউট করে আগ্রাসন দেখানো তানজিম সাকিব কোহলিকে সতীর্থ হিসেবে পেলে খুশিই হবেন। তিনি বলেন, 'খেলার মুহূর্তে তো অনেক কিছুই হতে পারে। আমরা তো সবাই প্রফেশনাল। এটা প্রফেশনালিজমের মধ্যেই পড়ে। আজকে যদি কেউ আমার প্রতিপক্ষ থাকে, কাল আমার সতীর্থ হতে পারে।'
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।