বোর্ডার-গাভাস্কার সিরিজে ‘অস্ট্রেলিয়াকে’ এগিয়ে রাখছেন জয়াবর্ধনে
অস্ট্রেলিয়া কী পারবে দীর্ঘ সময়ের আক্ষেপ ঘোচাতে? মাহেলার মতে, সিরিজটি অস্ট্রেলিয়া ২-১ এ জিতবে। তবে কঠিন হবে মানছেন তিনি।

Afrid Mahmud Rifatক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2023-02-06T13:39:09+06:00
আপডেট হয়েছে - 2023-02-06T13:39:09+06:00
ভারত ও অস্ট্রেলিয়া সিরিজের ফলাফলের ওপর ঝুলছে শ্রীলঙ্কার ভাগ্য। শ্রীলঙ্কা যেঁ টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে পারে সেজন্য অস্ট্রেলিয়াকেই সমর্থন করছেন লঙ্কান কিংবদন্তী মাহেলা জয়াবর্ধনে।
জয়াবর্ধনে-চান-অস্ট্রেলিয়াই-যেন-সিরিজ-জিতে-নেয়
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার ফাইনাল অনেকটাই নিশ্চিত। তবে সেটাও নির্ভর করছে বোর্ডার-গাভাস্কার সিরিজের ওপর। চার ম্যাচের টেস্ট সিরিজে যদি চারটিতেই ভারত জিতে যায় অন্যদিকে শ্রীলঙ্কাও যদি নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি ম্যাচ জিতে তাহলে বাদ পড়বে অস্ট্রেলিয়া।
এদিকে কঠিন সমীকরণে চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠার লড়াইকে কাকে সমর্থন করছেন লঙ্কান কিংবদন্তী মাহেলা? তাঁর সমর্থন থাকছে অস্ট্রেলিয়ার দিকেই। কেনোনা অস্ট্রেলিয়া জিতলেই সহজ হবে শ্রীলঙ্কার ফাইনালে যাওয়ার রাস্তা। আইসিসি রিভিউতে দেওয়া সাক্ষাতকারে মাহেলা বলেন,
“আমার মনে হচ্ছে দারুণ একটি সিরিজ হতে চলেছে। ভারতের কন্ডিশনে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা কীভাবে তাঁদের সামাল দেয় সেটিই দেখার বিষয়। অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণ দারুণ, ভারতীয় ব্যাটসম্যানরা কীভাবে সামাল দেয় সেটিও দেখার বিষয়। তবে সব কিছুই নির্ভর করছে কোন দল সিরিজটি ভালো শুরু করে এবং মোমেন্টাম পায়।”
তিনি আরও যোগ করেন, “সিরিজের ফলাফল প্রেডিক্ট করা কঠিন। কিন্তু শ্রীলঙ্কান হিসেবে আমি আশা করব অস্ট্রেলিয়া যেন সিরিজ জিতে। খুব সম্ভবত ২-১ এ সিরিজ জিতবে তবে এটি কঠিন কাজ হবে তাঁদের জন্য।”
মাহেলা-জয়াবর্ধনে
ভারত ও অস্ট্রেলিয়া সিরিজ শেষ হওয়ার আগেই শুরু হবে শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের মধ্যকার দুই ম্যাচের সিরিজ। শ্রীলঙ্কাকে দুটি ম্যাচই জিততে হবে। মাহেলা মনে করিয়ে দিয়েন তাঁর দল কীভাবে ঘুরে দাঁড়িয়েছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে।
“দুই বছরের টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে শ্রীলঙ্কা শুরুর দিকে সাত বা আটে ছিল। তাঁরা অসাধারণ ক্রিকেট খেলেছে। ধারাবাহিক ক্রিকেট খেলেছে। এজন্য টেবিলের উপরের দিকে নিজেদের জায়গা করে নিয়েছে। নিউজিল্যান্ডও সেরা দলগুলোর একটি। আমার ধারণা এটা দুর্দান্ত এক সিরিজ হতে চলেছে। আশা করছি অস্ট্রেলিয়া ভারতকে হারিয়ে শ্রীলঙ্কার পথটা করে দেবে।”
ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার চার ম্যাচের টেস্ট সিরিজটি শুরু হবে ৯ ফেব্রুয়ারি থেকে। দ্বিতীয়টি হবে ১৭ ফেব্রুয়ারি, দিল্লীতে। তৃতীয় ম্যাচটি হবে ১ মার্চ এবং শেষটি ৯ মার্চ।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি। বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।