বোলিং নিয়ে সোধির স্বস্তি, করতে চান আরও উন্নতি
অনুশীলনে ঘাম ঝরিয়ে ম্যাচে সফল হয়েছেন সোধি।

বোলিং নিয়ে সোধির স্বস্তি, করতে চান আরও উন্নতি
রাইসান কবিরক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2023-09-24T00:53:07+06:00
আপডেট হয়েছে - 2023-09-24T00:53:07+06:00
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৮৬ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ব্যাটিংয়ে চরমভাবে ব্যর্থ হয়েছেন টাইগার ব্যাটাররা। তার খেসারত দিয়ে বড় ব্যবধানে হেরে সিরিজে এখন ১-০ ব্যবধানে পিছিয়ে আছে বাংলাদেশ।
গুণে গুণে বাংলাদেশের ৬ উইকেট তুলেছেন সোধি।
আগে ব্যাট করে নিউজিল্যান্ড তুলেছিল ২৫৪। রান তাড়া করতে নেমে ইশ সোধির স্পিন ভেলকিতে একের পর এক উইকেট হারাতে থাকে বাংলাদেশ। দুই সিনিয়র তামিম ইকবাল এবং মাহমুদউল্লাহ রিয়াদ বাদে অন্য কেউ তেমন একটা লড়াই করতে পারেননি। শেষে ১৬৮ রানের মাথায় অলআউট হয়ে ম্যাচ হারে বাংলাদেশ। ৬ উইকেট তুলেছেন কিউই লেগ স্পিনার ইশ সোধি।
ম্যাচ শেষে নিজের বোলিং নিয়ে স্বস্তির কথা জানিয়েছেন সোধি। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে সোধি বলেন, ‘আসলে আমি সবসময়ই উইকেট নিতে চাই। যত বেশি উইকেট আমি নিতে পারি। আমার মনে হয় সবচেয়ে স্বস্তিদায়ক উইকেট ছিল আমার পঞ্চম উইকেটটি। কেবল ৫ উইকেট পূর্ণ হয়েছিল বলেই নয়। তখন আসলে আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছিল সঠিক রানআপে বোলিং করার জন্য। আসলে সেই ডেলিভারিটির জন্য আমি অনেকদিন ধরে অনুশীলন করে যাচ্ছি। বিষয়টি দেখা আনন্দের ছিল, উইকেটও পেলাম।’
নিজের বাড়তি উচ্চতা কাজে লাগানোর প্রসঙ্গে সোধি বলেন, ‘অনেক লেগ স্পিনার আছে যারা আমার চেয়ে খাটো ছিল। বেশি বাউন্স অনেক সময় আপনার ক্ষতিও করে ফেলতে পারে। বাউন্সের কারণে বল অনেক সময় স্টাম্পে হিট নাও করতে পারে। এক বছর আগে আমি রানআপে পরিবর্তন আনি। তবে উচ্চতাকেও ব্যবহার করার চেষ্টা করি। কাজ করে যাচ্ছি কীভাবে আরও ভালো হতে পারি।’
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ ভেসে গেছে বৃষ্টিতে। দ্বিতীয় ম্যাচ জিতে এখন সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে নিউজিল্যান্ড। আগামী ২৬ সেপ্টেম্বর সিরিজের তৃতীয় এবং সর্বশেষ ওয়ানডেতে মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ এবং নিউজিল্যান্ড।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।