ভারতের বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ শুরু করতে চাই : রাব্বি
যুব বিশ্বকাপের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

তালহা তানীমContributor
প্রকাশিত হয়েছে - 2024-01-16T19:32:45+06:00
আপডেট হয়েছে - 2024-01-16T19:33:58+06:00
আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ১৫তম আসর শুরু হচ্ছে আগামী ১৯ জানুয়ারি। বিশ্বকাপের আগে আজ আইসিসি কর্তৃক আয়োজিত ক্যাপ্টেনস ডে তে বিশ্বকাপ নিয়ে কথা বলেছেন সব দলের অধিনায়কেরা। সব অধিনায়কের কন্ঠেই ভালো করার প্রত্যাশা। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
বাংলাদেশ অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি
বিশ্বকাপের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। এর আগে ২০২০ আসরে চ্যাম্পিয়ন হয়েছিল আকবর আলীর বাংলাদেশ। এবারও ভালো কিছুর প্রত্যাশা থাকবে জুনিয়র টাইগারদের উপর। বাংলাদেশ অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বিও জানিয়েছেন, টুর্নামেন্টের জন্য ভালোভাবে প্রস্তত হয়েছে বাংলাদেশ।
টুর্নামেন্টে গ্রুপের পড়েছে বাংলাদেশ। জুনিয়র টাইগারদের গ্রুপসঙ্গী ভারত, আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্র। প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। তবে ভারতের বিপক্ষে ম্যাচকে সাধারণ ভাবেই দেখতে চান রাব্বি। জয় দিয়ে টুর্নামেন্ট শুরুর ব্যাপারে আশাবাদী বাংলাদেশ অধিনায়ক।
রাব্বি বলেন, “এটাকে (ভারতের বিপক্ষে ম্যাচ) আমরা সাধারণ একটা ম্যাচ হিসেবেই দেখছি। আমরা টুর্নামেন্টের জন্য ভালোভাবে প্রস্তত। আমরা আমাদের কোচের কাছ থেকে ভালো সহায়তা পেয়েছি। তাই আমরা ভারতের বিপক্ষে জয় দিয়ে টু্র্নামেন্ট শুরু করার চেষ্টা করব।”
পাকিস্তানি অধিনায়ক সাদ বাইগ জিততে চান বিশ্বকাপ। ইংলিশ অধিনায়ক বেন ম্যাককেনি আত্মবিশ্বাসী তার দল নিয়ে। শিরোপা জেতার আশা জানিয়েছেন অজি অধিনায়কও।
উল্লেখ্য, ১৬ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে এবারের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। সবগুলো দলকে ভাগ করা হয়েছে চারটি গ্রুপে। ৪১ ম্যাচের টুর্নামেন্টের ফাইনাল আগামী ১১ ফেব্রুয়ারি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।