ভারত জাহান্নামে যাক, আমাদের কিছু যায় আসে না : মিয়াঁদাদ

Siam ChowdhurySenior Sub-Editor
প্রকাশিত হয়েছে - 2023-02-07T10:31:12+06:00
আপডেট হয়েছে - 2023-02-07T12:25:45+06:00
এশিয়া কাপের ভেন্যু নির্ধারণ নিয়ে ভারত ও পাকিস্তান দুই দেশ আবারও মুখোমুখি অবস্থানে। পাকিস্তানের কাছে এশিয়া কাপের আয়োজন স্বত্ব থাকলেও ভারত পাকিস্তান সফরে যেতে নারাজ। তাই এসিসি সভাপতি জয় শাহ ভেন্যু পরিবর্তনের পক্ষে, যিনি আবার বিসিসিআইয়ের সেক্রেটারি।
তবে ভারত পাকিস্তান সফরে না গেলে পাকিস্তানের কিছু যা আসে না দাবি করে মিয়াঁদাদ বলেন, 'আমি আগেও বলেছিলাম, ভারত পাকিস্তানে আসবে না তো আসবেই না। তাতে আমাদের কিছু যায় আসে না। ওরা জাহান্নমে যাক। পাকিস্তানও ভারতে খেলতে না গেলে মরে যাবে না। পাকিস্তানের ক্রিকেট আর ভারতের ওপর নির্ভরশীল নয়। আমরা তো এখন দেশের মাটিতে ক্রিকেট খেলছি।'
তবে ভারতের এমন একরোখা আচরণের বিরুদ্ধে আইসিসি ব্যবস্থা নেবে, চাওয়া মিয়াঁদাদের, 'ওদের আসার ব্যাপারটা আইসিসির ওপর নির্ভর করছে। যদি আইসিসি ওদের নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে ওদের রাখারই দরকার নেই। আইসিসির উচিত প্রত্যেক দেশের জন্য একটা করে নিয়ম রাখা। যদি ওরা না আসে, তাহলে বোর্ডের কর্তাদের সরিয়ে দেওয়া উচিৎ।'
মিয়াঁদাদ আরও বলেন, 'ভারতীয় দল পাকিস্তানের বিরুদ্ধে খেলতে কেন ভয় পায়? কারণ ওরা জানে, পাকিস্তানের কাছে হেরে গেলে ভারতের জনগণ ছেড়ে দেবে না। ওখানকার প্রধানমন্ত্রীর চেয়ারও চলে যাবে।'
তবে এসব কথা বলে হজম করতে পারেননি মিয়াঁদাদ। ভারতের সাবেক পেসার ভেঙ্কাটেশ প্রসাদ পাকিস্তানকে জাহান্নাম হিসেবে আখ্যা দিয়ে টুইট বার্তায় লিখেছেন, 'ভারত জাহান্নাম সফরে যেতেও যাচ্ছে না।'
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।