মার্করামের শতক ও অস্ট্রেলিয়ার ব্যাটিং ধ্বসে জিতল দক্ষিণ আফ্রিকা
দক্ষিণ আফ্রিকার পক্ষে ঝড়ো শতক হাঁকিয়েছেন এইডেন মার্করাম।

তাহসিনা জামানক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2023-09-13T00:06:23+06:00
আপডেট হয়েছে - 2023-09-13T09:00:43+06:00
South Africa vs Australia
Senwes Park

South Africa
338/6 (50)

Australia
227/10 (34.3)
South Africa won by 111 runs.
ম্যান অব দ্য ম্যাচ | Aiden Markram (South Africa) |
পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে দাপুটে জয় তুলে নিলো দক্ষিণ আফ্রিকা। আগে ব্যাট করে তারা সংগ্রহ করে ৩৩৮ রান। জবাবে অস্ট্রেলিয়া গুঁড়িয়ে গেছে ২২৭ রানে। দক্ষিণ আফ্রিকা পেয়েছে ১১১ রানের বিশাল জয়।
পচেফস্ট্রুমে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় প্রথম দুই ম্যাচেই জয় পাওয়া অস্ট্রেলিয়া। ধবলধোলাই এড়ানোর ম্যাচে দুর্দান্ত সূচনা আনেন কুইন্টন ডি কক ও টেম্বা বাভুমা। উদ্বোধনী জুটিতে তারা গড়েন ১৩৭ বলে ১৪৬ রানের জুটি। ২২.৫ ওভারে ভাঙে তাদের জুটি। অস্ট্রেলিয়ার নিয়মিত বোলাররা যখন নাকাল হচ্ছিলেন কুইন্টন-বাভুমার সামনে, তখন পার্টটাইম বোলার হেডকে বোলিংয়ে এনে এই জুটি ভাঙেন অজি অধিনায়ক মিচেল মার্শ।
ডি কক আউট হওয়ার মাধ্যমে শেষ হয় দুর্দান্ত উদ্বোধনী জুটি। বিদায়ের আগে তিনি করেন ৭৭ বলে ৮২ রান। ডি ককের ঝলমলে ইনিংসটিতে ছিল ১০টি চার ও দুইটি ছক্কা। ডি কক ফেরার পরের ওভারেই আউট হন বাভুমা। প্রোটিয়া অধিনায়ককে শিকার করেন তানভীর সংঘ। বাভুমার ব্যাট থেকে ছয়টি চারে আসে ৬২ বলে ৫৭ রান।
তৃতীয় উইকেটে আবার ভালো জুটি পায় দক্ষিণ আফ্রিকা। ৭১ বলে ৭৬ রান যোগ করেন রিজা হেনড্রিকস ও এইডেন মার্করাম। ৪৫ বলে ৩৯ রান করে হেনড্রিকস আউট হনে ভেঙে যায় এই জুটি। তারপর আবারো পরের ওভারেই আরেকটি উইকেট পায় অস্ট্রেলিয়া। রানের খাতা খোলার আগেই হেডের বলে এলবিডব্লিউ হন হেইনরিখ ক্লাসেন।
ডেভিড মিলারও বেশিক্ষণ টিকতে পারেননি। ১৭ বলে ৮ রান করে মার্কাস স্টয়নিসের বলে মার্শের তালুবন্দী হন মিলার। তারপর ঝড়ো জুটি গড়েন মার্করাম ও মার্কো ইয়ানসেন। ৩১ বলে ৬৩ রানের জুটি গড়েন এই দুইজন। ১৬ বলে ৩৬ রানের ক্যামিও খেলে আউট হন ইয়ানসেন। নাথান এলিসের শিকার হওয়ার আগে হাঁকান চারটি চার ও একটি ছক্কা।
অপরদিকে, মার্করাম তুলে নেন ঝড়ো সেঞ্চুরি। মাত্র ৭৪ বলে ১০২ রানের হার না মানা ইনিংস খেলেন তিনি। মার্করামের ঝলমলে ইনিংসটি সাজানো ছিল ৯টি চার ও চারটি ছক্কায়। প্রায় দুই ঘণ্টার এই ইনিংসের স্ট্রাইকরেট ছিল প্রায় ১৩৮। সেই সুবাদে নির্ধারিত ৫০ ওভারে ছয় উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকা সংগ্রহ করে ৩৩৮ রান।
বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে অস্ট্রেলিয়াও উড়ন্ত সূচনা পায়। হেড আউট হওয়ার আগপর্যন্ত মনে হচ্ছিল অস্ট্রেলিয়া সহজেই ম্যাচ জিতে যাবে। হেডকে শিকার করে অস্ট্রেলিয়ার লাগাম টেনে ধরেন সিসান্দা মাগালা। ২৪ বলে ৩৮ রান করে বিদায় নেন হেড। এতে ভেঙে যায় হেড-ওয়ার্নারের ৪৭ বলে ৭৯ রানের ঝড়ো উদ্বোধনী জুটি।
দ্বিতীয় উইকেটেও ঝড়ো গতিতে রান তুলতে থাকেন ওয়ার্নার ও মার্শ। এই জুটিতে আসে ৪৩ বলে ৬৭ রান। ২৬ বলে ২৯ রান করে বিদায় নেন মার্শ। খানিকবাদেই রান-আউট হন ওয়ার্নার। ৫৬ বলে ৭৮ রানের টর্নেডো ইনিংস খেলে থামেন এই বাঁহাতি ওপেনার। ১৩৯ স্ট্রাইকরেটের ইনিংসে ছিল ১০টি চার ও তিনটি ছক্কা।
তারপরই অজিদের ব্যাটিং ধ্বস শুরু হয়। মুহূর্তেই যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ে শক্তিশালী ব্যাটিং লাইনআপ। প্রথম তিন ব্যাটার ছাড়া আর কেউ ২০ রানও স্পর্শ করতে পারেননি। মারনাস লাবুশেন, অ্যালেক্স ক্যারি, মার্কাস স্টয়নিস, টিম ডেভিড- সবাই ব্যর্থ হয়েছেন। ফলে দুর্দান্ত সূচনার পরও ম্যাচ থেকে ছিটকে যায় অস্ট্রেলিয়া।
মাত্র ৩৪.৩ বলেই তারা তুলে ফেলে ২২৭ রান। তবে হাতে ছিল না উইকেট। ১৫.৩ হাতে থাকতে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। ফলে তারা ম্যাচ হেরেছে ১১১ রানের বড় ব্যবধানে। প্রোটিয়াদের পক্ষে জেরাল্ড কোয়েটজে নেন চারটি উইকেট। এছাড়া শামসি ও মহারাজ দুইটি করে উইকেট নেন।
এই জয়ে ওয়ানডে সিরিজে ধবলধোলাই এড়িয়েছে দক্ষিণ আফ্রিকা। সিরিজের প্রথম দুইটি ম্যাচই জিতে ২-১ ব্যবধানে সিরিজে এগিয়ে আছে অস্ট্রেলিয়া। বাকি আছে এখনো দুইটি ম্যাচ।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।