
মাল্ডারের বোলিংয়ে মুগ্ধ রাবাদা
রাইসান কবিরক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2024-10-21T20:39:05+06:00
আপডেট হয়েছে - 2024-10-21T20:39:05+06:00
মিরপুর টেস্টে বাংলাদেশের ব্যাটারদের ভড়কে দিয়েছেন দক্ষিণ আফ্রিকার পেসাররা। যে উইকেটে সাধারণত স্পিনারদের দাপট দেখা যায় সেখানে বাংলাদেশের প্রথম ইনিংসে ১০ উইকেটের মধ্যে ৬টিই তুলেছেন প্রোটিয়া পেসাররা। এর মধ্যে ৩টি করে উইকেট নিয়েছেন ভিয়াইনে মাল্ডার এবং কাগিসো রাবাদা। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
শুরুতে টপাটপ উইকেট তুলেছেন ভিয়াইন মাল্ডার। আগে ব্যাট করতে নামা বাংলাদেশের প্রথম ইনিংস থেমেছে
মাত্র ১০৬ রানের মাথাতে। শুরুতে টাইগারদের ইনিংসে কাঁপন ধরিয়ে দেন প্রোটিয়া
পেসাররা। টপাটপ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় বাংলাদেশও। বোলিং উদ্বোধন করেছিলেবন
কাগিসো রাবাদা এবং ভিয়াইনে মাল্ডার। দিনের খেলা শেষে সতীর্থ মাল্ডারকে প্রশংসায়
ভাসিয়েছেন রাবাদা।
দিন শেষে সংবাদ সম্মেলনে রাবাদা বলেছেন, ‘সে (মাল্ডার) অবিশ্বাস্য রকমের ভালো বল করেছে। দক্ষিণ আফ্রিকায় আমাদের ক্যাম্পের পর থেকেই সে দারুণ করছে। তাকে কৃতিত্ব দিতেই হবে। সে কঠোর পরিশ্রম করেছে এবং তা মাঠে দেখিয়েও দিয়েছে। তাকে আসলে অত বেশি মানিয়ে নিতে হয়নি কারণ সে ক্যাম্পের সময় থেকেই এরকমভাবে বোলিং করে আসছে। আজ সকালে সে যে সেসবের পুরস্কার পেল তাতে আমি একদমই অবাক হইনি। দারুণ ছিল সে। আমি তার জন্য বেশ খুশি।’
বোলিং জুটি প্রসঙ্গে রাবাদা বলেন, ‘আসলে বোলিং জুটি মানে হচ্ছে একজন যদি উইকেট নেয় আরেকজন আঁটোসাঁটো বোলিং করবে।’
প্রথম ইনিংসে ৬ উইকেট হারিয়ে ১৪০ রান তুলে প্রথম
দিনের খেলা শেষ করেছে দক্ষিণ আফ্রিকা। লিড ৩৪ রানের। বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকার
মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ এটি।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।