মোসাদ্দেকসহ প্রথম দিনে অনুশীলন করলেন ২৯ ক্রিকেটার

Rasheduzzaman Rakibক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2018-08-27T18:04:15+06:00
আপডেট হয়েছে - 2018-08-27T18:05:12+06:00
আজ (২৭ আগস্ট) থেকে শুরু হয়েছে এশিয়া কাপে বাংলাদেশ দলের প্রস্তুতি। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম দিনে উপস্থিত ছিলেন ২৯ ক্রিকেটার। গতকাল (২৬ আগস্ট) সহধর্মিনী সামিয়া শারমিনের করা নারী নির্যাতনের মামলায় আলোচিত ক্রিকেটার মোসাদ্দেক হোসেনও ছিলেন আজকের অনুশীলনে।
৩১ ক্রিকেটাররের মধ্যে শুরুর দিনে অনুশীলনে ছিলেন না
ও মাহমুদউল্লাহ রিয়াদ। হজের কারণে সৌদি আরবে অবস্থান করছেন সাকিব, অন্যদিকে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে অংশ নিতে এখন উইন্ডিজে আছেন রিয়াদ।
সকাল সাড়ে ৯টায় শুরু হয় টাইগারদের প্রথম দিনের অনুশীলন। শুরুতেই ছিল ফিটনেস ট্রেনিং। সকাল সাড়ে ৯টা থেকে ১২টা পর্যন্ত চলে প্রথম সেশনের কার্যক্রম। এরপর দেড় ঘন্টার বিরতি দিয়ে দুপুর দেড়টা থেকে ৪টা পর্যন্ত চলে দ্বিতীয় সেশনের কার্যক্রম। ফিটনেস ট্রেনিং এর পাশাপাশি ক্রিকেটাররা অংশ নিয়েছেন ফিল্ডিং অনুশীলনেও।

এদিকে প্রথম দিনের অনুশীলনে বাড়তি নজর ছিল উদীয়মান ক্রিকেটার মোসাদ্দেকের হোসেনের উপর। গতকাল এই ক্রিকেটারের সহধর্মিনীর করা নারী নির্যাতনের মামলার বিষয়টি সামনে আসে। তা নিয়ে পরিস্থিতি অনেক উত্তপ্ত ছিল। তবে সব কিছু ভুলে অনুশীলনে ব্যস্ত ছিলেন এই ক্রিকেটার। দুশ্চিন্তাহীন অনুশীলন করতে দেখা গেছে ২৩ বছর বয়সী মোসাদ্দেককে।
এক নজরে এশিয়া কাপের জন্য ঘোষিত ৩১ সদস্যের বাংলাদেশের প্রাথমিক দলঃ
মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান,
, ইমরুল কায়েস, এনামুল হক বিজয়,
, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, সাব্বির রহমান, সাইফ উদ্দিন, মোস্তাফিজুর রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, লিটন কুমার দাস, আবু হায়দার রনি, নাজমুল ইসলাম অপু, মেহেদী হাসান মিরাজ,
সৌরভ, নুরুল হাসান সোহান, রুবেল হোসেন, আরিফুল হক,
রাহী, নাজমুল হোসেন শান্ত,
,
,
, কামরুল ইসলাম রাব্বি, সৈয়দ
, মোহাম্মদ জাকির হাসান, সানজামুল ইসলাম, মোহাম্মদ মিথুন, ফজলে রাব্বি মাহমুদ।
[আরও পড়ুনঃ ক্যারিয়ার ধ্বংস করার জন্যই এ মামলা!]