যুক্তরাষ্ট্র-ইংল্যান্ডের পর অস্ট্রেলিয়ায় চেন্নাই সুপার কিংসের একাডেমি

Siam ChowdhurySenior Sub-Editor
প্রকাশিত হয়েছে - 2024-07-17T14:59:10+06:00
আপডেট হয়েছে - 2024-07-17T14:59:10+06:00
চেন্নাই সুপার কিংস। মহেন্দ্র সিং ধোনি, রুতুরাজ গাইকোয়াদ, মুস্তাফিজুর রহমান, রবীন্দ্র জাদেজাদের নিয়ে যে দলটা গড়ে তোলে হলুদ সমুদ্র। শুধু আইপিএলের দল হিসেবেই নয়, ক্রিকেটার তৈরির কারখানাও বলা চলে এই সুপার কিংস পরিবারকে। সেই ধারাবাহিকতা বজায় রেখে এবার অস্ট্রেলিয়ার সিডনিতে হচ্ছে ধোনি-মুস্তাফিজদের দলের নতুন ক্রিকেট একাডেমি।
আইপিএলের পাঁচবারের চ্যাম্পিয়নরা এর আগে দুটি একাডেমি তৈরি করেছিল, যার একটি যুক্তরাষ্ট্রের ডালাসে এবং অন্যটি ইংল্যান্ডের রিডিং শহরে অবস্থিত। তৃতীয় একাডেমি হচ্ছে সিডনি অলিম্পিক পার্কের ক্রিকেট সেন্ট্রাল, ১৬১, সিলভারওয়াটার রোডে। এই একাডেমিতে থাকবে ইনডোর ও আউটডোর দুই ধরনেরই সুবিধা। বছরজুড়েই কার্যক্রম চলবে, শুধু পুরুষরা নন নারী ক্রিকেটাররাও এখানে অংশ নিতে পারবেন সেপ্টেম্বর থেকে।
চেন্নাই সুপার কিংসের প্রধান নির্বাহী কাসি বিশ্বনাথন বলেন, 'অস্ট্রেলিয়ায় আমাদের বিশেষ যাত্রা ছড়িয়ে দিতে পেরে আমরা খুশি। যা ২০০৮ সালে আইপিএল দিয়ে শুরু হয়েছিল। অস্ট্রেলিয়া একটি চ্যাম্পিয়ন দেশ, শক্তিশালী ক্রীড়া সংস্কৃতি, কিংবদন্তি ক্রিকেটারে ভরপুর। সুপার কিংস একাডেমি ছেলে ও মেয়ে উভয় ক্রিকেটারদের গড়ে তুলতে কাজ করবে।'
অস্ট্রেলিয়ার সাথে চেন্নাই সুপার কিংসের সম্পর্ক বরাবরই উষ্ণ। ম্যাথু হেইডেন, শেন ওয়াটসনের মতো কিংবদন্তিরা খেলেছেন দলটির হয়ে। বর্তমানে দলের বোলিং কোচ অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার মাইকেল হাসি।
আইপিএলের আগামী আসরে অবশ্য আটঘাট বেঁধে নামতে হবে চেন্নাইকে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে খেলতে নেমে এবারের আইপিএলে প্লে-অফে উঠতেও ব্যর্থ হয় দলটি। যদিও বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানের হাত ধরে শুরুটা ছিল উড়ন্ত। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে হারিয়ে আসর শুরু করা চেন্নাই মুস্তাফিজকে হারালে ছন্নছাড়া হয়ে পড়ে। জিম্বাবুয়ে সিরিজের জন্য বোর্ডের ডাকে দেশে ফেরেন কাটার মাস্টার, তার আগে বসেছিলেন টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারির আসনেও।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।