শর্ট-মার্শের টর্নেডোতে চড়ে অস্ট্রেলিয়ার সিরিজ জয়
দাপুটে জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন নতুন অধিনায়ক মার্শ।

শর্ট-মার্শের টর্নেডোতে চড়ে অস্ট্রেলিয়ার সিরিজ জয়
রাইসান কবিরক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2023-09-02T01:10:01+06:00
আপডেট হয়েছে - 2023-09-02T02:04:02+06:00
South Africa vs Australia
Kingsmead, Durban

South Africa
164/8 (20)

Australia
168/2 (14.5)
Australia won by 8 wickets
ম্যান অব দ্য ম্যাচ | Sean Abbott (Australia) |
আরও একবার ঝড় তুললেন মিচেল মার্শ, আরও একবার জিতল অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ৮ উইকেটের রাজকীয় জয় পেয়েছে অস্ট্রেলিয়া। এই জয়ের ফলে ম্যাচের সাথে সাথে সিরিজটাও জিতে গেছে অজিরা।
ব্যাট হাতে আরও একবার জ্বলে উঠেছিলেন মার্শ। ছবি : গেটি ইমেজস
ডারবানের কিংসমেডে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। ব্যাটিংয়ে নেমে দক্ষিণ আফ্রিকাকে ভালো শুরু এনে দেন ওপেনার টেম্বা বাভুমা। ১৭ বলে ৩৫ রানের ধুমধাড়াক্কা এক ইনিংস খেলে দলের ৩৬ রানের মাথায় আউট হন তিনি। এরপরই যেন ছন্দপতন হয় দক্ষিণ আফ্রিকার। টপাটপ আরও ৩টি উইকেট হারায় তারা। পাওয়ারপ্লের ৬ ওভার থেকে ৪৬ রান তুলতেই ৪ উইকেট হারায় প্রোটিয়ারা।
এরপর প্রতিরোধ গড়ার চেষ্টা করেন ত্রিস্টান স্ট্রাবস এবং দলীয় অধিনায়ক এইডেন মার্করাম। কার্যকরী ব্যাটিংয়ে পরিস্থিতি সামাল দেন দুজন। তাদের ব্যাটিংয়ে ভর করে কিছুটা চাঙ্গা হয়ে উঠে দক্ষিণ আফ্রিকার ইনিংস। পঞ্চম উইকেটে দুজন মিলে যোগ করেন ৫১ রান। ২০ বলে ২৭ রানের ইনিংস খেলে দলের ৯৭ রানের মাথায় সাজঘরে ফিরে যান স্টাবস।
এরপর দলের ইনিংসটাকে টেনেছেন মার্করামই। আগ্রাসী ব্যাটিংয়ে ফিফটির খুব কাছে গিয়েও ফিফটি মিসের আক্ষেপে পুড়েছেন তিনি। সাজঘরে ফেরার আগে খেলেছেন ৩৮ বলে ৪৯ রানের দারুণ এক ইনিংস। শেষ দিকে ৭ বলে ১৩ রানের ক্যামিও ইনিংস খেলে অপরাজিত ছিলেন লুঙ্গি এনগিডি। নির্ধারিত ২০ ওভারের খেলা শেষে ৮ উইকেট হারিয়ে ১৬৪ রানের সংগ্রহ দাঁড় করায় দক্ষিণ আফ্রিকা।
সুবিধা করতে পারেননি প্রোটিয়া বোলাররা। ছবি : গেটি ইমেজস
অস্ট্রেলিয়ার হয়ে ৩টি করে উইকেট শিকার করেন নাথান এলিস এবং শন অ্যাবট। এছাড়া ২ উইকেট নেন জেসন বেহরেনডর্ফ।
জবাব দিতে নেমে ভালো শুরু পায় অস্ট্রেলিয়া। ১৭ বলে ১৮ রানের ইনিংস খেলে ট্রাভিস হেড সাজঘরে ফিরে গেলেও ম্যাট শর্ট ছিলেন দারুণ সাবলীল। তার আগ্রাসী ব্যাটিংয়ের সুবাদে পাওয়ারপ্লের ৬ ওভার থেকে ১ উইকেট হারিয়ে ৫২ রান তোলে অজিরা।
পাওয়ারপ্লে শেষেও চলছে শর্টের তাণ্ডব। তার সাথে যোগ দেন তিনে নামা অধিনায়ক মিচেল মার্শ। আগ্রাসী ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকার বোলারদের কচুকাটা করে রান তুলতে থাকেন শর্ট এবং মার্শ। দুজনের ব্যাটিংয়ের সামনে দিশেহারা হয়ে পড়েন প্রোটিয়া বোলাররা। দ্রুতই ফিফটি ছুঁয়ে ফেলেন শর্ট।
মার্শও ছুটছিলেন দুরন্ত গতিতে। দুজনের এমন মারমুখি ব্যাটিংয়ের ফলে জয়ের সুবাস পেতে থাকে অজিরা। দ্বিতীয় উইকেটে দুজন মিলে যোগ করেন ১০০ রান। ৩০ বলে ৬৬ রানের অমানবিক ইনিংস খেলে দলের ১৩২ রানের মাথায় আউট হন শর্ট। ততক্ষণের জয়ের সকল বন্দোবস্ত সম্পন্ন করে রেখেছে অস্ট্রেলিয়া।
হেসেখেলে জিতেছে অজিরা। ছবি : গেটি ইমেজস
বাকি কাজটা সারতে বেগ পেতে হয়নি অজিদের। মিচেল মার্শের বেধড়ক পিটুনিতে হেসেখেলে জয়ের বন্দরে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। ফিফটি হাঁকিয়ে ৩৯ বলে ৭৬ রানের বিধ্বংসী এক ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন অধিনায়ক মার্শ। ৩১ বল হাতে রেখে ৮ উইকেটের দাপুটে জয় পায় অজিরা।
দক্ষিণ আফ্রিকার হয়ে ১টি করে উইকেট শিকার করেন লিজার্ড উইলিয়ামস এবং তাবরিজ শামসি। আরও অনেকে হাত ঘোরালেও তারা ছিলেন উইকেটশুন্য।
এই জয়ের ফলে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া। সিরিজ জয় নিশ্চিত হয়েছে অজিদের। এবার শেষ ম্যাচ জিতে দক্ষিণ আফ্রিকাকে দক্ষিণ আফ্রিকার মাটিতে হোয়াইটওয়াশ করার সুযোগ অস্ট্রেলিয়ার সামনে।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।