সবচেয়ে ধনী টি-টোয়েন্টি লিগের জন্যও কোহলিদের ছাড়বে না বিসিসিআই
ক্রিকেটের প্রতি আগ্রহ রয়েছে সৌদি আরবের বলে জানিয়েছেন আইসিসির চেয়ারম্যান গ্রেগ বারক্লে। তিনি জানান, ক্রিকেটে সৌদি আরব বিনিয়োগ করতে চায়।

Afrid Mahmud Rifatক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2023-04-16T11:55:06+06:00
আপডেট হয়েছে - 2023-04-16T11:55:06+06:00
সৌদি আরবের টি-টোয়েন্টি লিগে ভারতীয় ক্রিকেটারদের খেলার ব্যাপারে গুঞ্জন থাকলেও সেটি উড়িয়ে দিল বিসিসিআই। এক কর্মকর্তা জানিয়েছেন, বিসিসিআই তাঁদের পলিসি অনুযায়ীই চলবে।
বিসিসিআইয়ের-সঙ্গে-কাজ-করবে-সৌদি
ক্রিকেট বোর্ডগুলোর মধ্যে সবচেয়ে ধনী বিসিসিআই। তাঁরা কোহলিদের এতটাই পারিশ্রমিক দেন যে বাইরের দেশের কোনো টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলার প্রয়োজন হয় না। তবে অর্থের এতটাই ক্ষমতা যে, যেকোন কিছুকেই বস মানাতে প্রস্তুত।
এই তো দুদিন আগে জানা যায় বিশ্বের সবচেয়ে ধনী টি-টোয়েন্টি ক্রিকেট লিগ নিয়ে আসছে সৌদি আরব। আর সেখানে কোহলি-রোহিতদেরও উপস্থিতি থাকতে পারে। এ নিয়ে বিসিসিআইয়ের সঙ্গে আলোচনাও করছে সৌদি। তবে এমনটা হওয়ার কোনো কারণ দেখছেন না বিসিসিআইয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা। ক্রিকবাজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন,
“ভারতীয় ক্রিকেটারদের ছাড়ার কোনো প্রশ্নই আসে না। আসলে প্রশ্নটারই কোনো ভিত্তি নেই। আমাদের নীতিমালা আছে। আমরা সেটাই অনুসরণ করব।”
অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমে অনুযায়ী সৌদি আরব ইতোমধ্যে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে আলাপ করছে। গণমাধ্যমের দাবি ছিল নতুন টি-টোয়েন্টি লিগের প্রস্তাব শুনে চোখ কপালে উঠেছিল আইপিএল ফ্র্যাঞ্চাইজিদেরও। তবে ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী ছয়টি দলই এটি সম্পর্কে অবগত নয়।
এদিকে আইসিসির চেয়ারম্যান বলছেন ক্রিকেটে সৌদির আগ্রহ এটিকে আরও আকর্ষণীয় করে তুলবে। মূলত সৌদি অন্যান্য স্পোর্টসে এতদিন বিনিয়োগ করে এসেছে। আইপিএলেও যুক্ত রয়েছে সৌদির সবচেয়ে বড় তেল কোম্পানি।
“আপনি যদি অন্যান্য খেলাধুলোর দিকে তাকান তাহলে দেখবেন তাঁরা সেসবেও জড়িত। আমি মনে করেছি ক্রিকেট এমন একটি জিনিস যা তাঁদের মনোযোগ এড়াতে পারবে না এবং আরও আকর্ষণীও হবে। স্পোর্টস জগতে তাঁদের অগ্রগতি দেখে মনে হয়েছে সৌদি ক্রিকেটের জন্য খুব ভালো কাজ করবে।”
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি। বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।