সাকিবকে টুপিখোলা অভিবাদন জানালেন কুম্বলে
অভিষেকে দারুণ পারফরম্যান্স করে প্রশংসা কুড়াচ্ছেন তানজিম হাসান সাকিব।

বিডিক্রিকটাইম ডেস্কEditor
প্রকাশিত হয়েছে - 2023-09-16T13:03:46+06:00
আপডেট হয়েছে - 2023-09-16T13:03:46+06:00
এশিয়া কাপের সুপার ফোরে ভারতের বিপক্ষে অসাধারণ এক জয় পেয়েছে বাংলাদেশ। টাইগারদের জয়ে বড় ভূমিকা রেখেছিলেন অভিষিক্ত তানজিম হাসান সাকিব। ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ৮ বলে ১৪ রান করেন এক চার ও এক ছক্কায়। পরে বোলিংয়ে এসে প্রথম ওভারেই ফেরান ভারতের অধিনায়ক রোহিত শর্মাকে। প্রথম স্পেলেই আরেক অভিষিক্ত তিলক ভার্মাকেও বোল্ড করেন সাকিব।
তানজিম হাসান সাকিব
প্রথম ম্যাচেই নজর কেড়েছে সাকিবের বোলিং বৈচিত্র্য। ভালো গতিতে বল করতে পারেন সাকিব। আবার পারেন স্লোয়ারও। সাকিবের এমন পারফরম্যান্সে মুগ্ধ সাবেক ভারতীয় তারকা অনিল কুম্বলে।
জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফোতে কুম্বলে বলেন, 'সাকিব অসাধারণ ছিল। নতুন বলে ১৪০ (গতি) এর উপরে বল করেছে সে। সব ব্যাটারকেই ভুগিয়েছে। কেউই তার বলে ভালো করতে পারেনি।'
'আমি ভেবেছিলাম ডেথ ওভারে সে কিছুটা স্নায়ুক্ষয়ী থাকবে কিন্তু নতুন বলের পরে ডেথ ওভারেও দারুণ করেছে সাকিব। তার ব্যাক অফ হ্যান্ড স্লোয়ার আছে যেটা ধরা কঠিন। অর্থাৎ তার মধ্যে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার সব গুণ আছে। প্রথম স্পেলের পর ২০-২৫ ওভার পরে এক ওভার এবং ম্যাচ শেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ ওভার। অসাধারণ আমি তাকে টুপিখোলা অভিবাদন জানাই।'
তানজিম সাকিব ভুগিয়েছেন ভারতের সব ব্যাটারকেই। টানা ছয় ওভারের প্রথন স্পেলে একটি মেডেনসহ দুই উইকেট নেন সাকিব। মাঝে এক ওভারের পর শেষের ওভারেও দারুণ বৈচিত্র্যময় বোলিং করেছেন সাকিব। ম্যাচে ডেথ ওভারে দারুণ বোলিং করেছেন আরেক পেসার মুস্তাফিজও। ৪৯ তম ওভারে অক্ষর প্যাটেল ও শার্দূল ঠাকুরকে আউট ম্যাচের নিয়ন্ত্রণ টাইগারদের হাতে তুলে দেন মুস্তাফিজ। বাকি কাজটা সারেন সাকিব।
সবমিলিয়ে দারুণ একদিন পার করেছে বাংলাদেশ। নিয়মরক্ষার ম্যাচ হলেও এমন জয় বাংলাদেশের জন্য বড় পাওয়া। এই জয়ের অধিনায়ক সাকিবও বলেছেন সম্পূর্ণ স্কোয়াড একসাথে পেলে বিশ্বকাপে ভয়ংকর দল হবে বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ শেষ করে বিশ্বকাপ খেলতে ভারত যাবে বাংলাদেশ।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।