স্পিনার উঠে আসছে না, মানতে নারাজ তাইজুল

Siam ChowdhurySenior Sub-Editor
প্রকাশিত হয়েছে - 2024-10-28T13:05:47+06:00
আপডেট হয়েছে - 2024-10-28T13:05:47+06:00
সাকিব আল হাসান মিরপুর টেস্ট খেলতে পারবেন না নিশ্চিত হওয়ার সাথে সাথেই দলে নেওয়া হয় হাসান মুরাদকে। তরুণ এই স্পিনার প্রথম শ্রেণির ক্রিকেটে রীতিমত এলাহি কাণ্ড ঘটিয়েছেন। সমৃদ্ধ পরিসংখ্যান নিয়ে টেস্ট দলে জায়গা পেয়েছেন, তবে হয়ত সহসাই খেলা হবে না। এভাবে মুরাদের মতো পাইপলাইনে আছেন আরও অনেক স্পিনার।
স্পিনে সমৃদ্ধ বাংলাদেশে কোনো স্পিনার একটু খারাপ করলেই যেন উঠে যায় গেল গেল রব। মিরপুর টেস্টে নাঈম হাসান পাননি একটি উইকেটও। এদিকে সাকিব নিয়েছেন অবসর। দুইয়ে দুইয়ে চার মিলিয়ে সংবাদ সম্মেলনে যখন প্রশ্ন উঠল- নতুন স্পিনার উঠে আসছে না কেন, তখন এর তীব্র প্রতিবাদ জানালেন আরেক স্পিনার তাইজুল ইসলাম।
চট্টগ্রাম টেস্ট শুরুর আগে নাঈমের পরিসংখ্যান দেখার আহ্বান জানিয়েছেন তিনি। এক ম্যাচ দেখে কাউকে বিচার না করারও পরামর্শ দিয়েছেন।
তাইজুল বলেন, 'উঠে আসার বিষয় না। নাঈমের রেকর্ড দেখলে বুঝবেন রেকর্ড খারাপ না, যথেষ্ট ভালো। এক ম্যাচে উইকেট পায়নি বলে সামনে পারবে না এমন না। এক ম্যাচ এমন হতেই পারে। সামনে যে ম্যাচ আছে সেখানে ইনশাআল্লাহ কামব্যাক করবে। অতীতের রেকর্ড দেখুন, মিরাজ গত সিরিজেও ভারত-পাকিস্তানে যথেষ্ট ভালো করেছে। নাঈমও যেগুলো খেলেছে চট্টগ্রাম-মিরপুরে ভালো খেলেছে। এক ম্যাচ দেখে সিদ্ধান্ত নিতে পারবেন না।'
৬ বছর আগে অভিষেক হলেও কম্বিনেশনের কারণে নাঈমও খেলার সুযোগ পেয়েছেন কম। এখন পর্যন্ত ১১ টেস্ট খেলে শিকার করেছেন ৩৬ উইকেট। চট্টগ্রামের ছেলে নাঈম চট্টগ্রাম টেস্টে নিজের চেনা পরিবেশে বাজিমাত করে কি দিতে পারবেন সমালোচনার জবাব?
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।