██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

হারিসের টর্নেডোর পর হাসারাঙ্গার ছোবলে জাফনার বিদায়

বিদায় নিয়েছে জাফনা।

হারিসের টর্নেডোর পর হাসারাঙ্গার ছোবলে জাফনার বিদায়

হারিসের টর্নেডোর পর হাসারাঙ্গার ছোবলে জাফনার বিদায়

রাইসান কবির

রাইসান কবিরক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত হয়েছে - 2023-08-18T00:02:01+06:00

আপডেট হয়েছে - 2023-08-18T00:02:01+06:00

B-Love Kandy vs Jaffna Kings

সমাপ্ত
T20EliminatorLanka Premier League17-Aug-20232:00 PM

R.Premadasa Stadium, Khettarama

B-Love Kandy
B-Love Kandy
188/8 (20)
Jaffna Kings
Jaffna Kings
127/10 (17.2)

B-Love Kandy won by 61 runs.

ম্যান অব দ্য ম্যাচWanindu Hasaranga (Sri Lanka)

লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) এলিমিনেটর ম্যাচে তাওহিদ হৃদয়ের জাফনা কিংসকে ৬১ রানের বড় ব্যবধানে হারিয়ে ফাইনালের পথে এক পা এগিয়ে গেছে বি লাভ ক্যান্ডি। এই হারের ফলে নিশ্চিত হয়ে গেছে টুর্নামেন্ট থেকে জাফনার বিদায়। মোহাম্মদ হারিসের ঝড়ো ব্যাটিংয়ের পর ওয়ানিন্দু হাসারাঙ্গার ঘূর্ণি জাদুতে ভর করে হেসেখেলে জিতেছে ক্যান্ডি।

 স্থায়ী হয়নি জাফনার এমন উল্লাস, বিদায় নিয়েছে টুর্নামেন্ট থেকে। ছবি : শ্রীলঙ্কা ক্রিকেট

এলিমিনেটর ম্যাচে টসে জিতে বি লাভ ক্যান্ডিকে ব্যাটিংয়ে পাঠায় জাফনা কিংস। ব্যাট করতে নেমে প্রথম ওভারে ওপেনার ফখর জামানের উইকেট হারিয়ে ফেলেন ক্যান্ডি। তবে তাতে খুব একটা সমস্যা হয়নি। দারুণভাবে পরিস্থিতি সামাল দিয়েছেন আরেক ওপেনার মোহাম্মদ হারিস। তার সাথে যোগ দেন তিনে নামা দানিশ চান্দিমাল। দুজনের মারমুখি ব্যাটিংয়ে পাওয়ারপ্লের ৬ ওভার থেকে ১ উইকেট হারিয়ে ৫৮ রান তোলে ক্যান্ডি।

পাওয়ারপ্লের পর থামেন চান্দিমাল। দুর্দান্ত খেলতে থাকা এই ব্যাটার খেলেছেন ২৪ বলে ৪১ রানের অসাধারণ এক ইনিংস। কিন্তু এক প্রান্ত ধরে খেলে যাচ্ছিলেন হারিস। তার সাবলীল ব্যাটিংয়ে ফুলেফেঁপে উঠতে থাকে ক্যান্ডির ইনিংস। ফিফটি ছুঁয়ে দ্রুতগতিতে ছুটতে থাকেন হারিস। ক্যান্ডির বোর্ডেও রান উঠছিল বেশ দ্রুত। দলের ১৭৬ রানের মাথায় আউট হওয়ার আগে ৪৯ বলে ৭৯ রানের অনবদ্য এক ইনিংস খেলেন হারিস।

 

এছাড়াও ১১ বলে ১৯ রানের ক্যামিও খেলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। ১৩ বলে ১৭ রান করেন কামিন্দু মেন্ডিস। নির্ধারিত ২০ ওভারের খেলা শেষে ৮ উইকেট হারিয়ে ১৮৮ রানের সংগ্রহ দাঁড় করায় ক্যান্ডি।

 

জাফনার হয়ে বল হাতে ৪ উইকেট শিকার করেন নুয়ান থুসারা। এছাড়া ২টি করে উইকেট নেন আসেলা গুনারত্নে এবং মাহিশ ঠেকশানা।

শেষ হাসিটা হেসেছে ক্যান্ডি। ছবি : শ্রীলঙ্কা ক্রিকেট

জবাব দিতে নেমে শুরুতে হোঁচট খায় জাফনাও। ওপেনার চারিথ আসালাঙ্কা দ্বিতীয় ওভারেই ফিরে যান সাজঘরে, করেন ৬ বলে ১ রান। তিনে নেমে ছোট্ট এক ঝড় তোলেন রহমানউল্লাহ গুরবাজ। ১০ বলে ১৯ রানের ক্যামিও খেলে বিদায় নেন গুরবাজ। টিকে থাকা ওপেনার ক্রিস লিন করেন ১৯ বলে ১৯ রান। দুনিথ ভেলালাগেও টেকেননি বেশিক্ষণ। ৫ বলে ৩ রান করে সাজঘরের পথ ধরেন তিনি। ৪৯ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে অথই সাগরে পড়ে যায় জাফনা।


এরপর শোয়েব মালিক এবং ডেভিড মিলার মিলে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। দুজনে মিলে গড়ে ৫২ রানের একটি জুটিও। কিন্তু তাতেও জয়ের কাছে পৌঁছাতে পারেনি জাফনা। ২০ বলে ২৬ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরে যান মিলার। আগ্রাসী ব্যাটিংয়ে ২৩ বলে ৩১ রানের ইনিংস খেলে আউট হন মালিক। এরপরই জাফনার জয়ের সম্ভাবনা ফিকে হয়ে যায়। একের পর এক উইকেট হারিয়ে ধুঁকে ধুঁকে এগোচ্ছিল দলের ইনিংস। শেষ দিকে মাহিশ ঠেকশানার ১৪ বলে ১৫ রানের ইনিংস হারের ব্যবধানটাই কমিয়েছে শুধু। ১৭.২ ওভারে ১২৭ রান তুলেই অলআউট হয়ে যায় জাফনা। ম্যাচ হারে ৬১ রানের বিশাল ব্যবধানে।

 

ক্যান্ডির হয়ে বল হাতে দুর্দান্ত ছিলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। মাত্র ৯ রান খরচায় ৬ উইকেট শিকার করেন তিনি। এছাড়া ১টি করে উইকেট নেন মুজিব উর রহমান, সাহান আরাচিগে এবং নুয়ান প্রদীপ।


এখন দ্বিতীয় কোয়ালিফায়ারে গল টাইটান্সের মুখোমুখি হবে বি লাভ ক্যান্ডি। ফাইনালে ইতোমধ্যে চলে গেছে ডাম্বুলা আরে।


বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি। বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

 

একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.