'১২৯' বছরের রেকর্ড ভেঙে রঞ্জি ট্রফিতে বেঙ্গলের ইতিহাস
প্রথম শ্রেণির ক্রিকেটে এক ইনিংসে সর্বাধিক পঞ্চাশোর্ধ্ব ইনিংসের কীর্তি এতদিন ছিল অস্ট্রেলীয়দের দখলে। ১৮৯৩ সালে অক্সফোর্ড অ্যান্ড কেমব্রিজ পাস্ট অ্যান্ড প্রেজেন্ট দলের বিপক্ষে অস্ট্রেলিয়ান্স দল ৮৩৩ রানে অলআউট হয়। সেই ইনিংসে ৮ জন ব্যাটার ৫০ বা তার বেশি রান করেছিলেন।

বিডিক্রিকটাইম স্টাফ বিডিক্রিকটাইম রিপোর্ট
প্রকাশিত হয়েছে - 2022-06-08T21:27:28+06:00
আপডেট হয়েছে - 2022-06-08T21:28:23+06:00
খেলার সারসংক্ষেপ
ভারতের সবচেয়ে মর্যাদাপূর্ণ প্রথম শ্রেণির ঘরোয়া টুর্নামেন্ট রঞ্জি ট্রফিতে চলছে সেমিফাইনালে ওঠার লড়াই। কোয়ার্টার ফাইনালে পশ্চিমবঙ্গের প্রতিনিধিত্বকারী বেঙ্গল দল মুখোমুখি হয়েছে ঝাড়খণ্ডের। আর সেখানে এক ইতিহাস গড়েছে বাংলা। ইতিহাসের প্রথম দল হিসেবে ৯ ব্যাটার হাঁকিয়েছেন অর্ধশতক, অভিন্ন ইনিংসে!
১২৯ বছরের রেকর্ড ভেঙেছে বেঙ্গল।
প্রথম শ্রেণির ক্রিকেটে এক ইনিংসে সর্বাধিক পঞ্চাশোর্ধ্ব ইনিংসের কীর্তি এতদিন ছিল অস্ট্রেলীয়দের দখলে। ১৮৯৩ সালে অক্সফোর্ড অ্যান্ড কেমব্রিজ পাস্ট অ্যান্ড প্রেজেন্ট দলের বিপক্ষে অস্ট্রেলিয়ান্স দল ৮৩৩ রানে অলআউট হয়। সেই ইনিংসে ৮ জন ব্যাটার ৫০ বা তার বেশি রান করেছিলেন।
এবার সেই কীর্তি ভেঙে দিয়েছে বাংলা। ১২৯ বছরের রেকর্ড ভেঙে বাংলা বা বেঙ্গলের ৯ ব্যাটার হাঁকিয়েছেন পঞ্চাশোর্ধ্ব ইনিংস। বিশ্বরেকর্ড গড়ার পাশাপাশি বাঙালিরা জড়ো করেছেন ৭৭৩ রান। মজার বিষয় হল, ৩ উইকেট হাতে রেখেই বেঙ্গল ইনিংস ঘোষণা করে। অর্থাৎ, যারা ব্যাট করতে নেমেছিলেন তারা সবাই-ই অন্তত অর্ধশতক হাঁকিয়েছেন।
ক্রিজে নেমে ৯ ব্যাটারই খেলেন পঞ্চাশোর্ধ্ব ইনিংস।
২১৮.৪ ওভার ব্যাট করে ৭ উইকেটে ৭৭৩ রান জড়ো করে ইনিংস ঘোষণার আগে শতক হাঁকান সুদীপ কুমার ঘরামি (১৮৬) ও আসুতোপ মজুমদার (১১৭)। অন্যান্যদের মধ্যে অভিষেক রমন ৬১, অধিনায়ক অভিমান্যু ঈশ্বরণ ৬৫, মনোজ তিওয়ারি ৭৩, অভিষেক পোরেল ৬৮, শাহবাজ আহমেদ ৭৮ রান করেন। এছাড়া সায়ান মণ্ডল ও আকাশ দীপ দুজনই ৫৩ রান করে অপরাজিত থাকেন।
ঝাড়খণ্ডের পক্ষে বল করেছেন ৬ জন, এর মধ্যে ৫ জনই ১০০-র বেশি রান দিয়েছেন। জবাবে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৩৯ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করেছে ঝাড়খণ্ড।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।