
‘৭৮’ রানে অলআউট হয়ে এইচপির বড় হার
রাইসান কবিরক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2024-08-06T23:28:50+06:00
আপডেট হয়েছে - 2024-08-06T23:28:50+06:00
অস্ট্রেলিয়া সফরে ওয়ানডে ম্যাচে এনটি স্ট্রাইককে হারানোর পর পাকিস্তান শাহীনের কাছে হেরেছে বাংলাদেশ এইচপি দল। আগে ব্যাট করে মাত্র ৭৮ রানে অলআউট হয়ে যায় এইচপি। হেসেখেলে ৮ উইকেটের জয় তুলে নেয় শাহীন। [গুগল নিউজেবিডিক্রিকটাইম ফলো করুন]
বড় ব্যবধানে হেরেছে এইচপি।
আগে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি এইচপি। প্রথম দুই ওভারের মধ্যেই সাজঘরে ফিরে যান দুই ওপেনার জিসান আলম এবং তানজিদ হাসান তামিম। বাকিরাও খুব একটা আলো ছড়াতে পারেননি। পুরো ইনিংসে কেউ ২০ রান পর্যন্ত যেতে পারেননি। দুই অঙ্কের কোটা ছুঁতে পেরেছেন মাত্র ৪ জন ব্যাটার।
ইনিংস সর্বোচ্চ ৩০ বলে ১৯ রানের ইনিংস খেলেন পারভেজ হোসেন ইমন। শামীম হোসেন পাটোয়ারি ১৩ রান করেন। মাহফুজুর রহমান রাব্বি খেলেন ২৬ বলে ১২ রানের ইনিংস। ১৬ বলে ১০ রান করে আবু হায়দার রনি। ২৪.৩ ওভার শেষে ৭৮ রানে অলআউট হয়ে যায় এইচপি।
শাহীনের হয়ে ৩ উইকেট শিকার করেন মোহাম্মদ ইমরান জুনিয়র। ২টি করে উইকেট তোলেন খুররাম শাহজাদ, জাহানদাদ খান এবং মুবাশশির খান।
জবাব দিতে নেমে খুব একটা বেগ পেতে হয়নি শাহীনকে। হেসেখেলে জয়ের বন্দরে পৌঁছে গেছে তারা। ১৯৬ বল হাতে রেখে ৮ উইকেটের জয় তুলে নেয় পাকিস্তান শাহীন। দলের হয়ে ৪৫ বলে ৩৯ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন উসমান খান।
এইচপির হয়ে ৩০ রান খরচায় ২ উইকেট শিকার করেন রিপন
মন্ডল।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।