অবশেষে ২০ লাখ টাকা মূল্যের ট্রফি উন্মোচন, নেই প্রাইজমানি

Siam ChowdhurySenior Sub-Editor
প্রকাশিত হয়েছে - 2020-01-16T18:35:36+06:00
আপডেট হয়েছে - 2020-01-16T18:35:36+06:00
অবশেষে দেখা মিলল বাংলাদেশ প্রিমিয়ার লিগের সপ্তম ও বিশেষ আসর বঙ্গবন্ধু বিপিএলের কাঙ্ক্ষিত শিরোপা বা ট্রফির। আসরের ফাইনালের এক দিন আগে ট্রফিটি উন্মোচন করেন দুই ফাইনালিস্ট দলের অধিনায়ক।

বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান বা অধিনায়কদের সম্মেলনের দিনে ট্রফি দেখা যায়নি। এমনকি লিগ পর্ব বা ফাইনালের আগে প্লে-অফের ম্যাচগুলোতেও ছল না ট্রফির উপস্থিতি।




এর পেছনে অবশ্য যৌক্তিক কারণও ছিল। দেশের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসরটির ট্রফি বানানো হয় সুদূর
ের লন্ডনের প্রস্তুতকারক প্রতিষ্ঠান ইংকারম্যানের মাধ্যমে। উন্নত মানের সেই ট্রফিটিই তুলে দেওয়া হয় শিরোপাজয়ী দলের হাতে। প্রতিবার ট্রফি তৈরির পেছনে ১৫-১৬ লাখ টাকা খরচ হলেও এবারের ট্রফিটির মূল্য ২০ লাখ টাকা।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বঙ্গবন্ধু বিপিএলের ট্রফি উন্মোচন করেন খুলনা টাইগার্সের অধিনায়ক
ও রাজশাহী রয়্যালসের অধিনায়ক আন্দ্রে রাসেল। শুক্রবার (১৭ জানুয়ারি) 'হোম অব ক্রিকেটেই' দুই দল নামবে এই ট্রফি জয়ের লক্ষ্যে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায়।





এবারের ট্রফিটি বিগত আসরগুলোর ট্রফির চেয়ে একটু ভিন্ন। বঙ্গবন্ধু বিপিএলের লোগোসহ রয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর উদযাপনী চিত্রের ছোঁয়া।
লোগোর মত এবার ট্রফির নকশায়ও কিছুটা পরিবর্তন এসেছে। ট্রফিতে রয়েছে সোনালি আভা। ট্রফি উন্মোচনকালে মুশফিক সংবাদমাধ্যমকে এড়িয়ে গেলেও রাসেল জানিয়েছেন, শিরোপা জেতার জন্য নিজেদের সেরাটা দিবে তার দল।
অবশ্য ট্রফির জন্য বেশি অর্থ খরচ করলেও এবার দলগুলোর জন্য কোনো প্রাইজমানি থাকছে না। ফ্র্যাঞ্চাইজি প্রথা না থাকায় সবগুলো দলই এবার বিসিবির অধীনস্থ। গত আসরে চ্যাম্পিয়ন দল ২ কোটি এবং রানার্স-আপ দল ৭৫ লাখ টাকা প্রাইজমানি পেয়েছিল।
more
প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।