██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

আফগানিস্তানকে সমীহই করছেন মুশফিক

আফগানিস্তানকে সমীহই করছেন মুশফিক
Siam Chowdhury

Siam ChowdhurySenior Sub-Editor

প্রকাশিত হয়েছে - 2018-05-01T22:21:19+06:00

আপডেট হয়েছে - 2018-05-02T01:17:05+06:00

নিদাহাস ট্রফি শেষে আপাতত আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে আছে
দল। জুনে
ের বিপক্ষে টি-২০ সিরিজ দিয়ে আবারও ক্রিকেটে ফিরবে টাইগাররা।
আফগানিস্তানকে সমীহই করছেন মুশফিক
আফগানিস্তানের বিপক্ষে সিরিজ দিয়েই লম্বা এক ক্যালেন্ডারে পা রাখবে বাংলাদেশ। এই সিরিজের পর রয়েছে আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিরিজ। আর তাই আফগানিস্তান সিরিজ পাচ্ছে বাড়তি গুরুত্ব।
ের অনুষ্ঠিতব্য ঐ সিরিজ সম্পর্কে আলোচনা এলে একটা প্রশ্ন উঠছেই- বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যে লড়াইটা কতটুকু জমজমাট হবে? 'পচা শামুকে পা কাটা'-র মতো আফগানিস্তানের কাছে হেরে কিছু দুঃস্মৃতি রয়েছে বাংলাদেশের। নব্য টেস্ট স্ট্যাটাস প্রাপ্ত দলটিকে তাই হালকা করে দেখার সুযোগ নেই। বাংলাদেশ দলের উইকেটরক্ষক-ব্যাটসম্যান মুশফিকুর রহিমও তাই আফগানিস্তানকে দেখছেন সমীহের চোখে। মঙ্গলবার সংবাদমাধ্যমের সাথে আলাপকালে মুশফিক বলেন-
'তারা খুব বিপদজনক দল। তাদের প্লেয়াররা আইপিএলও খেলছে। কত ভালো খেলছে। আমাদেরও সেই সামর্থ্য আছে। যে বিশ্বাস দরকার ছিল বড় দলকে হারানোর, সেটা গত সিরিজে অর্জন করতে পেরেছি।’
আফগানিস্তানের বিপক্ষে ভালো করার প্রত্যয় ব্যক্ত করে দেশের অন্যতম সেরা ব্যাটসম্যান বলেন,
‘খুব ভালো একটি সিরিজ আফগানিস্তানের সঙ্গে। যেখানে শেষ করেছি শুরুটা ওখান থেকে করলে খুব ভালো হবে। খুব ভালো দুটি সিরিজ সামনে। চেষ্টা করব আফগানিস্তান দিয়ে শুরুটা ভালো করার।’
আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ হওয়ার কথা থাকলেও বিসিবির চাওয়ায় শেষপর্যন্ত মাঠে গড়াচ্ছে টি-২০ সিরিজ। এ নিয়ে অবশ্য কোনো অনুযোগ নেই মুশফিকের, বরং দেখছেন ভালো সিদ্ধান্ত হিসেবেই,
‘এটা তো বিসিবির ব্যাপার। আর যেহেতু বলা হয়েছে টি-টোয়েন্টি কমই খেলি, এটাও আমাদের একটা সুযোগ। টি-টোয়েন্টি কম খেলি বলতে লাস্ট খেলি পাঁচ-ছয় মাস বিরতি দিয়ে আবার খেলি। ঐ সময়টায় দেখা যায় যে, ফরম্যাটে আসতেই অনেক সময় লেগে যায়। খুব ভালো সিদ্ধান্ত নিয়েছে। শেষ ফাইনালে আমাদের যে আক্ষেপ ছিল। এই জায়গায় যে ক'টা ম্যাচ খেলব যেন ভালো খেলি।'
একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.