এক ম্যাচেই নকিয়ার হাত ধরে দ্রুততম তিন ডেলিভারি

বিডিক্রিকটাইম স্টাফ বিডিক্রিকটাইম রিপোর্ট
প্রকাশিত হয়েছে - 2020-10-15T12:17:00+06:00
আপডেট হয়েছে - 2020-10-27T01:16:50+06:00
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এক ম্যাচেই টুর্নামেন্টের ইতিহাসের দ্রুততম তিন ডেলিভারির রেকর্ড গড়েছেন দক্ষিণ আফ্রিকান পেসার অ্যানরিখ নকিয়া। রাজস্থান রয়্যালসের বিপক্ষে আসরের ৩০তম ম্যাচে এই কীর্তি গড়েন দিল্লি ক্যাপিটালসের ক্রিকেটার।

এতদিন আইপিএলের দ্রুততম ডেলিভারির রেকর্ড ছিল নকিয়ারই স্বদেশী ডেল স্টেইনের দখলে। ২০১২ আইপিএলে ডেকান চার্জার্সের হয়ে খেলার সময় এই গতিতে বল ছুঁড়েছিলেন প্রোটিয়া তারকা। এতদিন আইপিএলের দ্রুততম বল হিসেবে অক্ষুণ্ণ ছিল তার কীর্তি।
তবে তার এই ডেলিভারির চেয়েও তিনটি বেশি গতির ডেলিভারি করেছেন নকিয়া, তাও একই ম্যাচে। বুধবার (১৪ অক্টোবর) রাজস্থানের তৃতীয় ওভারে বল হাতে নেন নকিয়া। তার প্রথম বলেই ছক্কা হাঁকান জস বাটলার। দ্বিতীয় ও তৃতীয় বলে এক রান করে সংগ্রহ করেন বাটলার ও বেন স্টোকস। চতুর্থ বলে আবারো স্ট্রাইকে যাওয়া বাটলার নকিয়াকে হাঁকান চার।
নকিয়াকে স্কুপ করে পঞ্চম বলেও চার হাঁকান বাটলার। তবে এই বলই ছিল আইপিএলের ইতিহাসের দ্রুততম ডেলিভারি। ১৫৬.২২ কিলোমিটার প্রতি ঘণ্টা গতির এই বলের পরের বলেই ছুঁড়েন আরও একটি দ্রুতগতির ডেলিভারি, যার গতি ছিল ১৫৫.২১। সেই বল বোল্ড হয়ে সাজঘরে ফেরেন বাটলার।
স্টেইনের ১৫৪.৪০ কিলোমিটার গতির বলটি তখন দ্রুততমের হিসেবে তৃতীয় স্থানে। সেরা দুই ডেলিভারির মালিক বনে যাওয়া নকিয়ার বুঝি ইচ্ছে হল, তিন রেকর্ডই নিজের করে রাখবেন। একই ম্যাচে তাই আরেক দ্রুতগতির ডেলিভারি করলেন ১৫৪.৭৪ কিলোমিতার প্রতি ঘণ্টা বেগে।
মজার বিষয়, আইপিএলের সবচেয়ে দ্রুতগতির পাঁচটি ডেলিভারিই প্রোটিয়াদের দখলে। নকিয়ার কীর্তির পর পঞ্চম সর্বোচ্চ গতির বলটি কাগিসো রাবাদার।
একনজরে আইপিএলের ইতিহাসের দ্রুততম পাঁচ ডেলিভারি
১. অ্যানরিখ নকিয়া - ১৫৬.২২ কিলোমিটার/ঘণ্টা
২.অ্যানরিখ নকিয়া - ১৫৫.২১ কিলোমিটার/ঘণ্টা
৩. অ্যানরিখ নয়া - ১৫৪.৭৪ কিলোমিটার/ঘণ্টা
৪. ডেল স্টেইন - ১৫৪.৪০ কিলোমিটার/ঘণ্টা
৫. কাগিসো রাবাদা - ১৫৪.২৩ কিলোমিটার/ঘণ্টা
more
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।