██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

ওয়ানডে ক্রিকেটে ভিন্ন রূপ দেখার আশায় মাশরাফি

ওয়ানডে ক্রিকেটে ভিন্ন রূপ দেখার আশায় মাশরাফি

প্রকাশিত হয়েছে - 2022-01-02T21:11:59+06:00

আপডেট হয়েছে - 2022-01-02T21:15:06+06:00

আইসিসি টি-২০ বিশ্বকাপে ব্যর্থতার পর ঘরের মাঠে পাকিস্তানের কাছে টেস্ট ও টি-২০ সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। এখন দুই টেস্ট খেলতে নিউজিল্যান্ডে রয়েছে বাংলাদেশ দল। টানা হতাশাজনক পারফরম্যান্সের পর মাশরাফি বিন মুর্তজা আছেন ওয়ানডে ক্রিকেটের বাংলাদেশের ভিন্ন রূপ দেখার আশায়। ওয়ানডে ক্রিকেটে ভিন্ন রূপ দেখার আশায় মাশরাফি
আইসিসি টি-২০ বিশ্বকাপে
ের কাছেও হেরেছে বাংলাদেশ। সুপার টুয়েল্ভে পাঁচ ম্যাচের মাঝে কোনো জয়ই পায়নি রিয়াদরা। পাকিস্তানের বিপক্ষেও মিলেনি জয়ের দেখা। এগুলোকে পেছনে ফেলে মাশরাফি চান সামনে তাকাতে। রোববার মাশরাফি বলেন,
বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
"যেটা চলে যায় সেটা কখনো আসে না। যেটা আসার সামনে, সেটার দিকে তাকাতে হবে। এখন আমরা যেটা পিছনে ফেলে এসেছি, সেটা আর পাব না। এমনও না যে বাংলাদেশের ক্রিকেট ধ্বংস হয়ে যাচ্ছে বা গিয়েছে।" 
"এখন নিউজিল্যান্ডে ভালো করছে। আরো তিন দিন বাকি আছে। আশা করছি এ ম্যাচটা এবং সিরিজটা ভালো করবে। হয়তো তাতে আত্মবিশ্বাস বাড়বে। পরের সিরিজ থেকে ডিফরেন্ট বল গেম হতে পারে।"  
নিজেদের পছন্দের ফরম্যাট ওয়ানডের জন্য মুখিয়ে আছেন মাশরাফি। ২০২১ সালের জুলাইয়ে সর্বশেষ ওয়ানডে খেলেছে বাংলাদেশ। মাশরাফি বলেন,
"আর একটা বিষয় হলো, আমরা যে ফরম্যাটটা ভালো খেলি, বাংলাদেশ যে ফরম্যাটটাতে শক্তিশালী সেই ফরম্যাটটা গত ছয়-সাত মাস খেলা হয়নি। আপনি যেই ফরম্যাটগুলো নিয়ে কথা বলছেন, সেই ফরম্যাটে বাংলাদেশ কখনোই এত ভালো দল ছিল না। ওয়ানডে ক্রিকেট যখন আসবে আমার মনে হয় একটা ভিন্ন চিত্র দেখা যাবে।"
এ বছর ফেব্রুয়ারিতে বাংলাদেশ সফরে আসবে
। সফরে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-২০ খেলবে আফগানরা। এ সিরিজ দিয়েই ওয়ানডে ক্রিকেটে ফিরবে বাংলাদেশ।  

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনের চ্যাটে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime Crickey সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.