চতুর্থ রাউন্ডে নাটকীয় পরিণতির অপেক্ষায় দুই ম্যাচ

বিডিক্রিকটাইম স্টাফ বিডিক্রিকটাইম রিপোর্ট
প্রকাশিত হয়েছে - 2019-11-04T19:34:04+06:00
আপডেট হয়েছে - 2019-11-04T19:36:58+06:00
জাতীয় ক্রিকেট লিগের চতুর্থ রাউন্ডে প্রথম স্তরের দুটি ম্যাচই গড়িয়েছে চতুর্থ ও শেষ দিনে। রাজশাহী ও ঢাকার মধ্যকার ম্যাচে জয়ের সুযোগ ঢাকার সামনে। রংপুর ও খুলনার মধ্যকার ম্যাচ ঝুলছে পেন্ডুলামের মত।

রাজশাহী বনাম ঢাকা




চতুর্থ দিন হাতে রেখে জয়ের সুবাদ পাচ্ছে ঢাকা বিভাগ। বর্তমান চ্যাম্পিয়ন রাজশাহী বিভাগ এখনো রয়েছে ইনিংস ব্যবধানে হারের শঙ্কায়। প্রথম ইনিংসে রাজশাহী ২৩০ রানে গুটিয়ে যাওয়ার পর ঢাকা নিজেদের প্রথম ইনিংসে জড়ো করে ৪৭৫ রান, ৭ উইকেট হারিয়ে।
দলের পক্ষে শতক হাঁকান তাইবুর রহমান, শুভাগত হোম ও অধিনায়ক নাদিফ চৌধুরী। ঢাকা ইনিংস ঘোষণার পর ব্যাট করতে নেমে ৩ উইকেটে ৭৭ রান জড়ো করেছে রাজশাহী। ইনিংস ব্যবধানে হার এড়াতে দলটিকে আরও ১৬৮ রান করতে হবে।





সংক্ষিপ্ত স্কোর
রাজশাহী ২৩০ ও ৭৭/৩ (৪২ ওভার)
ঢাকা ৪৭৫/৭, ইনিংস ঘোষণা (তাইবুর ১০২, শুভাগত ১০৪, নাদিফ ১০১*)
রংপুর বনাম খুলনা
শেষ দিনে জয়ের দেখা পেতে পারে দুই দলের যে কেউ। তবে ড্রয়ের সম্ভাবনা নেই বললেই চলে। তৃতীয় দিন শেষে আরও ৭৩ রান প্রয়োজন খুলনার, রংপুরের চাই ৫ উইকেট।
আব্দুর রহমানের বোলিং তোপে প্রথম ইনিংসে ২২৪ ও দ্বিতীয় ইনিংসে ২১১ রানে অলআউট হয় রংপুর। তবে খুলনা ব্যাট হাতে ভালো করেনি। প্রথম ইনিংসে ২৩৩ রানে গুটিয়ে যাওয়ার পর দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে জড়ো করেছে ১৩০ রান।
প্রথম ইনিংসে ৭ উইকেট পাওয়া রাজ্জাক দ্বিতীয় ইনিংসে পেয়েছেন ৫ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর
রংপুর ২২৪ ও ২১১
খুলনা ২৩৩ ও ১৩০/৫
more
প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।